নীলেশ দাস, আসানসোল:- দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ থাকার পর অবশেষে গত ১ লা নভেম্বর থেকে খুলেছে ই সি এলের সোদপুর এরিয়ার নরসামুদা কলিয়ারির অন্তর্গত কয়লা খনি। বর্তমানে ৫২০ জন শ্রমিক এই খনিতে কয়লা উত্তোলনের কাজ করছে বলে খবর সূত্রের খবর। এদিকে দীর্ঘদিন পর এই খনি খোলাতে খুশির আমেজ দেখা গেছে শ্রমিক পরিবার গুলির মধ্যে।
আর এ প্রসঙ্গেই এদিন নরসমুদা খনির সিনিয়র ম্যানেজার নন্দ দুলাল সিংহ বলেন, গত জুন মাসে খনির অবৈধ মুখ দিয়ে জল ঢুকে যায়। আর তার জেরেই শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে খনিটি বন্ধের সিদ্ধান্ত নেয় ইসিএল কর্তৃপক্ষ। আর তার পরে ওই অবৈধ মুখ গুলো আমরা বন্ধ করে পুনরায় গত ১ লা নভেম্বর থেকে চালু হয়েছে এই খনি। পাশাপাশি তিনি আরো বলেন বর্তমানে ৫২০ জন শ্রমিক কাজ করছে।
প্রসঙ্গত গত ১৭ ই জুন থেকে এই কয়লাখনি টি (ডি-জি -এম -এস)বন্ধ করার ঘোষণা করে। আর তার কারণ হিসাবে খনির ভেতর মুখ দিয়ে জল ঢুকে যাওয়া ও খনির ভেতরে জলে ভোরে যায়। আর তার জেরেই বন্ধ হয়ে যায় কয়লা উত্তোলন।
শ্রমিকদেরদের সুরক্ষার কথা মাথায় রেখেই সেই সময় খনির কাজ বন্ধ করে দেয় কতৃপক্ষ। আর এর পর থেকেই আন্দোলন করে কয়লা খনি টি পুনরায় খোলার দাবি জানায় ওই খনির শ্রমিকরা। শেষ পর্যন্ত খনি কতৃপক্ষ খনির পাশে যে সব অবৈধ খনি মুখ ছিল তা বন্ধ করার সিদ্ধান্ত নেয়।
আর সিদ্ধান্ত মতোই কাজ শুরু হয় খনির অবৈধ মুখ বন্ধ করার। আর সব কাজ শেষ হওয়ার পরেই খনি কতৃপক্ষ খনি খোলার কথা জানায় শ্রমিকদের। এদিকে পুনরায় ওই খনি থেকে গত ১ লা নভেম্বর থেকে আগের মতো কয়লা উত্তোলন চালু হয়।দীর্ঘদিন পর এই খনি খোলাতে খুশির আমেজ দেখা গেছে শ্রমিক পরিবার গুলির মধ্যে।