Type Here to Get Search Results !

শস্য গোলায় শোষক পোকার হানা,পরিদর্শনে কৃষি আধিকারিকরা


নিজস্ব প্রতিনিধি:-  শস্য গোলায় শোষক পোকার হানা,পরিদর্শনে কৃষি  আধিকারিকরা। রাজ্যে শস্যগোলা হিসাবে পরিচিত পূর্ব বর্ধমান জেলা। শোষক পোকার আক্রমণে জেলা জুড়ে প্রচুর ক্ষয়ক্ষতি  আমন ধানে। পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু এলাকার  পাশাপাশি ভাতার ব্লক জুড়ে একই চিত্র। শোষক পোকার আক্রমণে ফসলের ক্ষয়ক্ষতির ফলে কার্যত দিশেহারা কৃষকরা।  কৃষকদের দাবি, ঋণ নিয়ে চাষ করেছেন তারা। । কিন্তু শোষক পোকার আক্রমণে বিঘা প্রতি ন্যূনতম খরচাও উঠবে না । ফসলের পুরোটাই ক্ষতিগ্রস্ত।  কিষাণ ক্রেডিট কার্ডের ঋণ মুকুবের দাবি করছেন কৃষকরা। 

মঙ্গলবারে ভাতার ব্লকে  আমন ধানের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে এলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল, সঙ্গে ছিলেন ভাতার ব্লকের সহ কৃষি অধিকর্তার বিপ্লব প্রতিহার, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ জহর বাগদি,ভাতার পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ প্রদ্যেৎ পাল সহ অন্যান্যরা।

জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল জানান,  এবছরের প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি রোগ পোকার আক্রমণের ফলে  প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা ।  জেলার অন্যান্য ব্লকের তুলনায় ভাতার ব্লকে আমন ধানে ক্ষতির পরিমাণ বেশি ।বাংলা শস্যবীমার মাধ্যমে যাতে  কৃষকরা ফসলের ক্ষতিপূরণ পায়  তার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে ক্ষতিপূরণের রিপোর্ট পাঠানো হবে। কৃষকদের পরিস্থিতি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করবো। 

ভাতার ব্লকের সহ কৃষি অধিকর্তার বিপ্লব প্রতিহার জানান, আবহাওয়াজনিত কারণে এবছর রোগ পোকার আক্রমণ বেশি হয়েছে । দিনে তাপমাত্রা বেশি , রাত্রে কম থাকা কারণে বাদামি শোষক পোকার আক্রমণ বেশি। ভাতার ব্লকের শোষক পোকা ও ঝলসা রোগের কারণে ১৭ হাজার হেক্টর ও তার বেশি ধান জমির ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছে । ক্ষতিগ্রস্ত জমির পরিমাণের রিপোর্ট পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad