নীলেশ দাস ,আসানসোল:- মঙ্গলবার সকালে দিল্লি কলকাতা জাতীয় সড়কের ধানবাদ জেলার জাতীয় সড়কের কাউবান্ধ কালভার্টের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।জানা গেছে ঝাড়খণ্ড থেকে আসানসোলের বার্নপুরের বিয়েতে যোগ দিতে যাবার সময় সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয় বলে ।নিহতদের মধ্যে একজন শিশু ও দুই মহিলাও রয়েছে। এই ঘটনায় বিয়ে বাড়িতে শোকের ছায়া নেমে আসে।
ঝাড়খণ্ডের রামগড় থেকে আসানসোলের দিকে সুইফট ডিজায়ার গাড়িতে করে সবাই যাচ্ছিল। জানা গেছে সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি মারে ওই গাড়িটি। পাল্টি মারার কারণেই দুর্ঘটনায় মৃত্যু হয় পাঁচজনের। মৃতদের কাছ থেকে পাওয়া আধার কার্ড থেকে দু'জনকে শনাক্ত করা হয়েছে।
জানা গেছে সকাল ছয়টার দিকে কাউবান্ধ কালাডিহ মোড়ের কাছে ২নম্বর জাতীয় সড়কের ওপর নির্মিত সেতুর ওপর সুইফট ডিজায়ার গাড়িটি এতটাই বেশি গতিতে ছিল যে, গাড়িটি রেলিং স্পর্শ না করেই লাফ দিয়ে কালভার্টটির অপর পাশের দেয়ালের সাথে ধাক্কা খায়। রাস্তা থেকে বেশ কিছু মিটার উড়ে গিয়ে গাড়িটি ধাক্কা মারে কালভার্টের দেয়ালে । সেই সঙ্গে গাড়িতে বসে থাকা পাঁচজন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়।
নীলেশ দাস আসানসোল:- ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিততে কয়েকজন গ্রামবাসী গোবিন্দপুর থানায় খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে সমস্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধানবাদের হাসপাতালে পাঠায়।
ঘটনাস্থলে তদন্তকারী পুলিশ জানিয়েছেন, মৃতের কাছ থেকে পাওয়া আধার কার্ড থেকে দুজনকে শনাক্ত করা হয়েছে। জানা গেছে, একজনের নাম ওয়াসিম আকরাম এবং অপরজনের নাম শাকিল আখতার। নিহতরা রামগড়ের ঘাটোটান্ডের বাসিন্দা।
অন্যদিকে পুলিশ জানিয়েছে, গাড়ির তদন্তে দেখা গেছে দ্রুত গতিতে থাকার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তিনি আরো বলেন, গাড়ির স্পিড মিটার দেড়শ কিলোমিটার লক করা পাওয়া গেছে। এটি থেকে বোঝা যায় যে ঘটনার সময় গাড়িটির গতিবেগ প্রায় 150 কিমি/প্রতি ঘন্টা ছিল। তবে জানা গেছে সবাই বার্নপুরের নিমাতল্লার বাসিন্দা মো. তাহারের ছেলের বিয়েতে যোগ দিতে আসছিলেন বলে জানা গেছে।