নীলেশ দাস ,আসানসোল:- আসানসোলের পৌরনিগমের 54 নং ওয়ার্ডের কুমারপুরে জিটি রোডের ধারে যে সকল দোকানদাররা অবৈধ দখলদারি করে রেখেছিল সেই সকল দোকানগুলোকে ভেঙে দিল আসানসোল পৌর নিগম।মঙ্গলবার আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান অভিতাভ বসু এবং আসানসোল দক্ষিণ থানার পুলিশের উপস্থিতিতে এই উচ্ছেদ করা হয়েছে।এদিন বেশ কয়েকটি অস্থায়ী দোকান ভেঙে ফেলা হয়েছে।এই উচ্ছেদ অভিযান ঘিরে যাতে কোনো অশান্তি না হয় তারজন্য আসানসোল দক্ষিণ থানার পুলিশও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত ইতিমধ্যেই আসানসোল পৌরনিগমের উদ্যোগে বিভিন্ন এলাকায় রাস্তার দুপাশে দখল মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।আসানসোল শহরকে যানজট মুক্ত করতে আসানসোল শহরের বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে আসানসোল পৌরনিগম। আর তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার আসানসোল পৌরসভার ৫৪ নং ওয়ার্ডের কুমারপুরে উচ্ছেদ অভিযান চালালো আসানসোল পৌর নিগম।
এদিন আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান অভিতাভ বসু এবং আসানসোল দক্ষিণ থানার পুলিশের উপস্থিতিতে এই উচ্ছেদ করা হয় বলে খবর। জানা গেছে এদিন রাস্তার উপর গজিয়ে ওঠা বেশ কয়েকটি অস্থায়ী দোকান ভেঙে ফেলে পৌর নিগম। প্রসঙ্গত ইতিমধ্যেই আসানসোল পৌরনিগমের উদ্যোগে বিভিন্ন এলাকায় রাস্তার দুপাশে গজিয়ে ওঠা বেআইনী দখল মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আর তারই অঙ্গ হিসাবে এদিন কুমারপুরে পৌরসভার পক্ষ থেকে জেসিবি গাড়ি দিয়ে জরব দখল করে থাকা দোকান গুলোকে ভেঙে দেওয়া হয়। আর এই উচ্ছেদ অভিযান ঘিরে যাতে কোনো অশান্তি না হয় তারজন্য আসানসোল দক্ষিণ থানার পুলিশের পক্ষ থেকে করা হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।