নীলেশ দাস আসানসোল:- আসানসোল সিবিআই আদালতে অবশেষে জামিন পেলো কয়লা কাণ্ডে অভিযুক্ত লালা ঘনিষ্ঠ চার জন । মঙ্গলবার আসানসোল সিবিআই আদালতের বিচারক এই জামিন মঞ্জুর করেছেন।কয়লা দুর্নীতির তদন্তে নেমে সিবিআই গত কয়েক মাস আগে আসানসোল থেকে কয়লা কাণ্ডে জড়িত লালা ঘনিষ্ঠ জয়দেব মন্ডল, নিরোদ মন্ডল, গুরুপদ মাজি ও নারায়ন নন্দকে গ্রেপ্তার করেছিল ।
এরপর ধৃতরা প্রথমে সিবিআই হেফাজতে ছিলেন।তার পর ধৃতরা জেল হেফাজতে ছিলেন।মঙ্গলবার জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর কয়লা কান্ডে লালা ঘনিষ্ঠ জয়দেব মন্ডল, নিরোদ মন্ডল, গুরুপদ মাজি ও নারায়ন নন্দকে ফের আসানসোল সিবিআই আদালতে পেশ করা হলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
এদিন আদালতে জানান জামিনের শর্ত অনুযায়ী এই চারজন পশ্চিম বর্ধমানে ঢুকতে পারবে না,এবং দেশের বাইরে যেতে পারবে না। পাশাপাশি তাদের পাসপোর্ট ও জমা রাখা হয়। যদি কোনো কারণে দেশের বাইরে যেতে হয় তাহলে লাগবে আদালতের নির্দেশ।এবং সপ্তাহে দু দিন নিজাম প্যালেসে তাদের হাজিরা দিতে হবে ।
প্রসঙ্গত মাস খানেক আগে কয়লা কাণ্ডে লালা ঘনিষ্ঠ জয়দেব মন্ডল, নিরোদ মন্ডল, গুরুপদ মাজি ও নারায়ন নন্দকে গ্রেপ্তার করেছিল সিবিআই। আর এরপর ধৃতরা প্রথমে সিবিআই হেফাজতে ও পরে তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন আদালত।
আর এর পরেই মঙ্গলবার তাদের জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর কয়লা কাণ্ডে লালা ঘনিষ্ঠ জয়দেব মন্ডল, নিরোদ মন্ডল, গুরুপদ মাজি ও নারায়ন নন্দকে ফের আসানসোল সিবিআই আদালতে পেশ করা হলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।