নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর:- দুর্গাপুরের এইচএফসিএল কলােনিতে কয়েকদিন পরেই শুরু হবে একটি হিন্দি সিনেমার শুটিং।
গোটা কলোনী জুড়ে চলছে সাজো সাজো রব।
জানা গেছে দক্ষিণের জনপ্রিয় ডিরেক্টর রাজা কৃষ্ণ মেনন তার পরবর্তী সিনেমা ' পিপ্পা'র (PIPPA) শু্যটিংয়ের
জন্য বেছে নিয়েছেন দুর্গাপুরের এইচএফসিএল কলােনিকে।
বাংলাদেশ মুক্তিযুদ্ধের উপর তৈরি হতে চলেছে এই ছবি।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধ নিয়ে এই ছবি।
তাই সিনেমার সেটের জন্য মিলিটারি ট্যাঙ্ক আনা হয়েছে পানাগড় সেনা ছাউনি থেকে।
সম্ভবত ১৫ নভেম্বর থেকে শুটিং শুরুহবে বলে জানা গেছে।