নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর:- প্রদেশ কংগ্রেসের রাজ্য প্রাক্তন সভাপতি তথা পার্লামেন্টের এমপি প্রদীপ ভট্টাচার্য আসানসোল যাওয়ার পথে দুর্গাপুরের কংগ্রেস নেতাকর্মী'দের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। তিনি সাক্ষাৎকারে স্থানীয় নেতাকর্মীদের ১৪ নভেম্বর জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি'র প্রতিবাদে বুথ স্তর থেকে আন্দোলনে নামার আহ্বান জানান। পাশাপাশি আসন্ন পুরসভা নির্বাচন লড়াই জন্য প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দেন।
তিনি বলেন, রাজ্য ও কেন্দ্র সরকারের রাজনৈতিক যুদ্ধে সাফার করছে সাধারণ মানুষ। কেন্দ্র অতিরিক্ত তেলের দাম বৃদ্ধি করে স্বল্প ভ্যাট কমাচ্ছে। সে কেন তেলের দাম বৃদ্ধি করবে। অন্যায় করছে। পাশাপাশি রাজ্য সরকার তেলের ভ্যাট কমাছে না। সেটাও অন্যায় হচ্ছে। সাধারণ মানুষের কাছ থেকে রাজস্ব আদায় করতেই এই সব রাজনৈতিক টালবাহানা হচ্ছে। আমরা এর প্রতিবাদে সরব হব ১৪ নভেম্বর রাজ্য জুড়ে।
পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেস নেতা তরুণ রায় বলেন, আজ দুর্গাপুর এসে প্রদীপবাবু আমাদের জোরদার আন্দোলনের পথে নামতে বলেছেন। আমরা ১৪ নভেম্বর জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি'র প্রতিবাদে আন্দোলনে নামবো। রাজ্য ও কেন্দ্র সরকারের টালবাহানার বিরুদ্ধে।