নিজস্ব প্রতিনিধি:- বুধবার অস্তাচলগামী সূর্যদেবকে পুজো করলেন হিন্দিভাষী মানুষজন। বিকেল থেকে বর্ধমানের দামোদর নদের চড়ে ভক্তরা ভিড় করেন।
তারপর সূর্য অস্তাচলে যাবার সময় ছট পুজো শুরু হয়।বৃহস্পতিবার ভোর বেলা যখন সূর্য ওঠবে আবার তখন সূর্যদেবের আরাধনায় মাতবেন তারা।
সরকারি নির্দেশিকা জারি থাকলেও বেশীরভাগ লোকজনের মুখে মাস্ক নেই। কোভিড বিধিকে তোয়াক্কা না করেই বহু মানুষ দামোদর পাড়ে জমায়েত হয়।