নীলেশ দাস, আসানসোল:- সারা দেশের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলেও পালিত হচ্ছে ধুমধাম সহকারে ছট পুজো (chhat Puja)। আজ বিকেলে প্রথম অর্ঘ্য নিবেদনের মাধ্যমে প্রথম পুজো সম্পন্ন হয়।
আসানসোলের কাল্লার প্রভু ছটঘাটে ছট পুজো পালিত হল। উপস্থিত ছিলেন আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক এবং আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ।
এই উপলক্ষে বহু ছট ব্রতীরা ছটঘাটে উপস্থিত ছিলেন।ছট পুজো কমিটির তরফে লি ক্লাবের সম্পাদক কৃষ্ণা প্রসাদ মন্ত্রী মলয় ঘটককে সংবর্ধনা দেওয়া হয়। এদিন মন্ত্রী মলয় ঘটক বলেন,আমরা চাইবো ছট মায়ের কাছে এই প্রার্থনা করবো,ছট মা আমাদের যেনো আশীর্বাদ দেয়। যেনো সবাইকে সুস্থ সবল রাখে বলে জানান তিনি।