Type Here to Get Search Results !

পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দাবিতে বিজেপির বিক্ষোভ বর্ধমানে


নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- 'আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এই রাজ্যে এলে তারা যদি বহিরাগত হয় তাহলে ত্রিপুরা ও গোয়াতে তৃণমূল কংগ্রেস বহিরাগত হবে না কেন?' বুধবার  বর্ধমানে (Bardhaman) এই প্রশ্ন তুললেন বিজেপির সাংসদ খগেন মুর্মু (BJP MP Khagen Murmu) । 

তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) দ্বিচারিতা করছে। কোন লজ্জায় তারা অন্য রাজ্যে যাচ্ছেন? এখানে অন্য রাজ্যের লোক এলে বহিরাগত হয়ে যায় তবে ত্রিপুরা- গোয়াতে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee) যাচ্ছেন কিভাবে। 

পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, এই রাজ্যে মানুষ অত্যাচারিত হচ্ছে, দুস্কৃতিরা এখানে বহাল তবিয়তে ঘুরছে। মানুষকে বেশি দিন ভুল বোঝানো যাবে না, মানুষের চোখ খুলছে। তৃণমূল এটা বুঝতে পেরে এরাজ্য থেকে অন্য রাজ্যে থাবা বসানোর চেষ্টা করছে। 

তাতে তারা সফল হবে না, তৃণমূল কংগ্রেস (TMC) শেষ হয়ে যাবে।  পেট্রোল ও ডিজেলের দাম (Petrol diesel prices) কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে এসে এই কথাগুলি বলেন মালদা উত্তরের সাংসদ। তার দাবি সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্রীয় সরকার যেভাবে পেট্রোল ডিজেলের ((Petrol diesel) উপর থেকে শুল্ক কমিয়েছে সেভাবে রাজ্য সরকারকে অবিলম্বে শুল্ক কমাতে হবে।

আরো পড়ুন:- Haldia Chloride Metals Limited Apprentice Recruitment 2021: হলদিয়ায় ক্লোরাইড মেটালস লিমিটেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ

বর্ধমানের কার্জনগেট (Curzongate) চত্ত্বরে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে সাংসদ খগেন মুর্মু ছাড়াও উপস্থিত ছলেন বর্ধমান সদর জেলা বিজেপির নেতা কর্মীরা। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad