নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর:- রাজ্যজুড়ে নিষিদ্ধ হয়েছে গুটকা বিক্রি।সরকারি নির্দেশ অমান্য করেই দুর্গাপুরের বেনাচিতি মার্কেট এর বিভিন্ন দোকানে অবাধে চলছিল গুটকা বিক্রি।
বুধবার দুপুরে দুর্গাপুর বেনাচিতি মার্কেটের বিভিন্ন দোকানে হানা দিল দুর্গাপুর পৌরসভার দুই নম্বর বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার এবং প্রান্তিকা ফাঁড়ির পুলিশ।
এদিন পুলিশের সাথে যৌথ উদ্যোগে একাধিক দোকানে হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণে গুটকার প্যাকেট।