Type Here to Get Search Results !

চ্যাম্পিয়নস লিগে উঠতে না পারলে ম্যানইউ ছাড়তে পারেন রোনাল্ডো


ওয়েবডেস্ক:- জুভেন্টাসে গিয়ে রোনাল্ডো যে ভুল করেছিলেন সেই ভুল শোধরাতে পুনরায় ম্যানইউতে আসেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু এবার ম্যানইউ্তে ফেরাটাও সম্ভবত ভুলই মনে হতে পারে রোনাল্ডোর।এই ক্লাবে সফলতার আশা নিয়েই এসেছিলেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত ম্যানইউর যে অবস্থা তাতে আশ্বস্ত হতে পারছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।


১২ বছর আগে প্রাণের ক্লাব ছেড়ে চলে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই গ্রীষ্মে জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর বলেছিলেন, ‘ঘরে ফিরলাম।’ কিন্তু ‘ঘরে’ তার ফেরাটা সুখকর হয়নি। সমর্থকরা যা আশা করেছিলেন, সেই গোলই করতে পারছেন না পর্তুগিজ তারকা। খেলোয়াড়দের হতশ্রী পারফরম্যান্স এবং নিম্নমুখী ফলাফলে বর্তমানে সংকটে রয়েছে ম্যানইউ। 


এর ফলে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় থেকে ছিটকে পড়েছে তারা। খোদ রোনাল্ডো এ নিয়ে উদ্বেগে রয়েছেন। প্রিমিয়ার লিগের শীর্ষ চারে জায়গা করে নিতে না পারলে ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ মিস করবে ম্যানইউ। যদি তাই হয়, তাহলে আবার ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন রোনাল্ডো।


এরমধ্যেই ডেইলি এক্সপ্রেস জানিয়েছে, রোনালদো নাকি ম্যানইউ ছেড়ে চলে যাওয়ার কথাও ভাবছেন। যদি ম্যানইউ আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করতে না পারে তাহলেই এমনটা করতে পারেন তিনি।দলের ভাগ্য বদল না হলে আসন্ন গ্রীষ্মে রোনাল্ডো ম্যানইউ ছাড়তে পারেন বলে শোনা যাচ্ছে । তার খুব ইচ্ছা আরেকবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার। 


তার ইচ্ছাপূরণের সামর্থ্য যদি ক্লাবের না থাকে, তিনি অন্য রাস্তা দেখবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনাল্ডো সাফ জানিয়েছেন যে, ক্যারিয়ারের শেষ দিনগুলো কাটাতে তিনি প্রিমিয়ার লিগে ফেরেননি। ‘আমি এখানে জিততে এসেছি,’ এক যুগ পর ম্যানইউতে ফিরে স্কাই স্পোর্টসকে এ কথা বলেছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড। তিনি আরও বলেছিলেন, ‘আমি এখানে ছুটি কাটাতে আসিনি। জিততে এসেছি।’ সেই জয়টাই যদি অধরা থেকে যায়, রোনাল্ডো আবারও জার্সি বদলের কথা ভাববেন।

আরো পড়ুন:- পূর্ব বর্ধমানের গলসি ও আউশগ্রাম এলাকার ধানক্ষেতে হাতির তাণ্ডব,হাতির আক্রমণে জখম এক ব্যক্তি

চলতি মৌসুমে ম্যানইউর অবস্থা ভালো নেই। লিভারপুল, চেলসি, ম্যানসিটির দাপটের মধ্যে ওয়েস্ট হামও এবার জায়ান্ট কিলার হয়ে উঠেছে। আর্সেনালও ঘুরে দাঁড়িয়েছে। এমন অবস্থায় তাদের শীর্ষ চারে থাকাটা বেশ কঠিনই।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad