নিজস্ব প্রতিনিধি:- হাতি তাড়াতে গিয়ে বিক্ষোভের মুখে বনদপ্তরের কর্মীরা। হাতিরদল জমির ধান নষ্ট করে দিচ্ছে তাই বনকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে আউসগ্রামের নওয়াদার গ্রামের বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করে পুলিশ।
গ্রামবাসীদের অভিযোগ,বনদপ্তরের কর্মীরা হাতিগুলিকে তাড়ানোর ফলে বিঘার পর বিঘা জমির ধান নষ্ট হচ্ছে।জেলার অতিরিক্ত বনাধিকারিক সারথী সাহা জানিয়েছেন, গ্রামবাসীদের বাধার মুখে পরে বনদপ্তরের কর্মীরা হাতিগুলিকে সরানোর কাজ করতে পারছে না।
তিনি আরও জানান, যেসমস্ত জমির ধান নষ্ট হয়েছে বনদপ্তর থেকে তার ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু গ্রামবাসীরা সেটা বুঝতে চাইছেন না। ফলে আমরা হাতিগুলিকে এখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যেতে পারছি না। হাতিগুলি এখানে থাকলে গ্রামবাসীদের ক্ষতি হতে পারে। এই মূহুর্তে ৪৮ টি হাতি এই দলে রয়েছে যার মধ্যে ৭ টার বেশি বাচ্চা হাতি রয়েছে বলে জানান সারথী সাহা।
আরোপড়ুন:- চ্যাম্পিয়নস লিগে উঠতে না পারলে ম্যানইউ ছাড়তে পারেন রোনাল্ডো
প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে বাঁকুড়া থেকে দামোদর নদী পেরিয়ে গলসিতে পড়ে ঢুকে পড়ে চল্লিশ আটচল্লিশটি হাতির একটি দল। হাতির আক্রমণে গলসির শিড়রাই গ্রামের শেখ সিরাজুল হক নামে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। হাতির পায়ে বিঘার পর বিঘা জমির ধান মাড়িয়ে দেওয়ায় মাথায় হাত পরেছে গলসি ও আউশগ্রামের চাষিদের।