Type Here to Get Search Results !

রেকর্ড তুষারপাতে বিপর্যস্ত চীন,১১৬ বছরে সর্বোচ্চ তুষারপাত

ওয়েবডেস্ক:- উত্তর-পূর্ব চীনের (China) কিছু অংশে রেকর্ড পরিমাণ তুষারপাত (snowfall) হয়েছে। বছরের শুরুতে এ অঞ্চলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় বাড়ি-ঘর গরম রাখা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা যাচ্ছে।সাধারণত যে সময়ে তুষারপাত (snowfall) শুরু হয় তার চেয়ে কিছু দিন আগেই এবার তুষারপাত শুরু হয়েছে চীনের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে।

১৯০৫ সালের পর চীনের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে বিগত  ১১৬ বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত লিপিবদ্ধ করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে এই তুষারপাত কে ওই অঞ্চলে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি তুষারপাতের রেকর্ড বলে জানিয়েছে ।প্রতিবেদনে বলা হয়েছে, অসময়ে আগাম শীতের কারণে এই তুষারপাত শুরু হয়। এর ফলে দৈনন্দিন জীবনে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটে।

অন্যদিকে,  উত্তর-পূর্ব চীনের  ২৭টি এলাকায় তুষারঝড়ের জন্য রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ।ভারী তুষারপাতের কারণে লিয়াওনিংয়ের যান চলাচল ব্যাহত হয়েছে। সেখানকার বেশির ভাগ এক্সপ্রেসওয়ের টোল স্টেশন বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। 

লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনইয়াংয়ে গড়ে ২০ ইঞ্চি তুষারপাত হয়েছে বলে ওই প্রতিবেদনে জানা গেছে। তুষারপাতের ফলে পার্শ্ববর্তী অঞ্চল ইনার মঙ্গোলিয়ায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তুষারঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাড়ে ৫ হাজারেরও বেশি মানুষ।এদিকে ওই অঞ্চলে গত কয়েক দিন বিদ্যুৎ সংকট ছিল। বিদ্যুৎ না থাকায় তুষারঝড় কবলিত এলাকাগুলোতে ঘরবাড়ি উষ্ণ রাখা নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কয়লা আমদানি বাড়িয়ে ও বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সর্বোচ্চ করার মাধ্যমে ঘরবাড়িগুলোকে উষ্ণ রাখার চেষ্টা করা হচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বর থেকেই চীনের উত্তর-পূর্বাঞ্চলের ওই এলাকায় বিদ্যুৎ সংকট দেখা দেয়।

জলবায়ু পরিবর্তনের কারণে অনেক দেশেই বেড়েছে প্রাকৃতিক দুর্যোগের প্রাদুর্ভাব আর ভয়াবহতা। এশিয়ার অনেক দেশেই আগেভাগেই চলে এসেছে শীতের আমেজ।রবিবার থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহের কারণে উত্তর-পূর্ব চীনের কিছু অংশে তাপমাত্রা স্বাভাবিকের থেকে  ১৪ ডিগ্রি পর্যন্ত কমে গেছে। তুষারপাতের কারণে লিয়াওনিং শহরে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। মঙ্গলবার থেকে বেশির ভাগ এক্সপ্রেসওয়ে বন্ধ রাখা হয়েছে। ডালিয়ান ও ডান্ডং শহর ছাড়া সবখানে ট্রেন ও বাস স্টেশনগুলো বন্ধ রয়েছে।

আরো পড়ুন:- হাতি তাড়াতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বনদপ্তরের কর্মীরা 

সামনে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অব্যাহত তুষারপাতের কারণে সুপারশপ এবং মার্কেটগুলোতে পর্যাপ্ত খাদ্য সরবরাহের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিত্যপণ্যের দামও কমিয়ে আনার কথা বলা হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad