নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) গলসি (Galshi) ও আউশগ্রাম (Aushgram) এলাকার ধানক্ষেতে হাতির তাণ্ডব।হাতির (Elephant) আক্রমণে জখম হয়েছে এক ব্যক্তি। গলসির পর এবার আউশগ্রামের নওয়াদা ও বিল্বগ্রামের মাঠে হাতির পালটি রয়েছে। প্রচুর ধানের জমির ক্ষতি হয়েছে। এলাকায় গেছেন বনকর্মীরা। নওয়াদা গ্রামে উপস্থিত হয়েছেন জেলা বনাধিকারিক নিশা গোস্বামী। বনকর্মীরা এলাকায় মাইকিং করে স্থানীয় মানুষজনকে সর্তক করছে।
বৃহস্পতিবার ভোরে গলসিতে পড়ে ঢুকে পড়ে চল্লিশ বিয়াল্লিশটির একটি হাতির দল। হাতির আক্রমণে গলসির শিড়রাই গ্রামের শেখ সিরাজুল হক নামে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। হাতির দল দেখতে স্থানীয় মানুষজন ভিড় জমান।
এদিকে হাতি পায়ের বিঘার পর বিঘা জমির ধান মাড়িয়ে দেওয়ায় মাথায় হাত পরেছে গলসি ও আউশগ্রামের চাষিদের। খবর পেয়ে ভোর থেকে সুরক্ষা দিতে হাজির গলসি থানায় পুলিশ। পাশাপাশি হাতির গতিবিধি উপর নজর রেখে চলেছেন বনদপ্তরের কর্মীরা।
স্থানীয় মানুষজন জানায়, এদিন ভোর বেলায় গলসির সিংপুরে ওই হাতির দলটিকে প্রথম দেখতে পায় তারা। বাঁকুড়া জঙ্গল থেকে দামদর নদ পেড়িয়ে গলসির কাশীপুর, শিল্লা হয়ে শিড়রাই চলে আসে। তারপর ভোর নাগাদ পোতনা হয়ে সিংপুরের মাঠে যায়।
আরো পড়ুন:- প্রায় চল্লিশটি হাতির একটি দল দামোদর পেরিয়ে ঢুকে পড়েছে পূর্ব বর্ধমানের গলসি এলাকায়
তারপর গলিগ্রাম বনসুজাপুর উচচগ্রাম কুতররুকী হয়ে খড়ি নদী পেরিয়ি আউস গ্রামের দিকে চলে যায়।এখন সরগ্রাম হয়ে হাতির পাল নওয়াদা গ্রামের মাঠে অবস্থান করছে।