Type Here to Get Search Results !

প্রায় চল্লিশটি হাতির একটি দল দামোদর পেরিয়ে ঢুকে পড়েছে পূর্ব বর্ধমানের গলসি এলাকায়

নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- প্রায় চল্লিশটি হাতির (Elephant) একটি পাল দামোদর (Damodar River) পেরিয়ে ঢুকে পড়েছে পূর্ব বর্ধমানে (Purba Bardhaman)।বৃহস্পতিবার ভোরে বাঁকুড়ার শালতোড়া জঙ্গল (Bankura Shaltora Forest) থেকে দামোদর (Damodar River) পেরিয়ে প্রায় চল্লিশটি হাতির দল পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) গলসির রামগোপালপুর এলাকায় ঢুকে পড়ে। 

পিছনে আরো একটি পঁয়ত্রিশটি হাতির দল রয়েছে বলে বনদপ্তর সূত্রের খবর। হাতির দলটিতে দাঁতাল পুরুষ হাতির পাশাপাশি রয়েছে মহিলা ও শিশু  হাতিও। হাতির দলটি গলসি এলাকায় প্রচুর ধানের জমি নষ্ট করে দিয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। 

এত বড় একটি হাতির দলকে কি করে বাগে আনা যায় তা ভাবতেই ঘাম ছুটেছে বনদপ্তরের কর্তাদের। হাতি দলটিকে জঙ্গলে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে তৎপর হয়েছে প্রশাসন। সে ক্ষেত্রে হুলা পার্টি ও কুনকি হাতির সাহায্য নেওয়া হতে পারে বলে বর্ধমান রেঞ্জের বনদপ্তর সূত্রের খবর।


গলসির লোকালয় সংলগ্ন ধানক্ষেতে ঢুকে পড়ে চল্লিশ বিয়াল্লিশ টির একটি হাতির দল। হাতির দল দেখতে স্থানীয় মানুষজন ভিড় জমান। এদিকে হাতি পায়ে বিঘার পর বিঘা জমির ধান মাড়িয়ে দেওয়ায় মাথায় হাত পরেছে গলসির চাষিদের। খবর পেয়ে ভোর থেকে  হাজির গলসি থানায় পুলিশ। 

পাশাপাশি হাতির গতিবিধি উপর নজর রেখে চলেছেন বনদপ্তরের কর্মীরা। স্থানীয় মানুষজন জানান, এদিন ভোর বেলায় গলসির সিংপুরে ওই হাতির দলটিকে প্রথম দেখতে পান তারা। তাদের দাবী এলাকার বিঘার পর বিঘা পাকা ধান মাড়িয়ে দিয়ে তাদের লোকসানের মুখে ফেলে দিয়েছে হাতির দলটি। 

আরো পড়ুন:- ছট পুজোর অর্ঘ্য নিবেদন করতে গিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন অগ্নিমিত্রা পল

তারা জানান রাতের দিকে দলটি বাঁকুড়া জঙ্গল থেকে দামোদর নদ পেড়িয়ে গলসির কাশীপুর, শিল্লা হয়ে শিড়রাই চলে আসে। তারপর ভোর নাগাদ পোতনা হয়ে সিংপুরের মাঠে চলে আসে। তখনই নজরে আসে সাধারণ মানুষের। 

আরো পড়ুন:- কেন্দ্রীয় বিদ্যালয় শালবনিতে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগ, বিস্তারিত দেখুন

তারপর গলিগ্রাম বনসুজাপুর উচচগ্রাম কুতররুকী হয়ে খড়ি নদী পেরিয়ে আউস গ্রামের দিকে চলে যায়।এখন বর্তমানে হাতির পালটি আউশগ্রামের সরগ্রামে অবস্থান করছে।

আরো পড়ুন:- পূর্ব বর্ধমানের গলসি ও আউশগ্রাম এলাকার ধানক্ষেতে হাতির তাণ্ডব,হাতির আক্রমণে জখম এক ব্যক্তি



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad