KENDRIYA VIDYALAYA RBNM SALBONI RECRUITMENT 2021: কেন্দ্রীয় বিদ্যালয় শালবনিতে (পশ্চিম মেদিনীপুর) চুক্তির ভিত্তিতে শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । নিয়োগ হবে PGTs, TGTs, এবং PRTs, পদে । সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে । সমস্ত পদ চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে । নীচে বিস্তারিত আলোচনা করা হলো ।
KENDRIYA VIDYALAYA RBNM SALBONI RECRUITMENT 2021 VACANCY & ELIGIBILITY DETAILS:-
1. Primary Teacher (PRTs):-
(i). 50% নম্বর সহ উচ্চমাধ্যমিক ( 10 + 2) উর্ত্তীর্ণ এর সাথে দু বছরের D.El/Ed অথবা চার বছরের B.El.Ed অথবা দু বছরের B.Ed উত্তীর্ণহতে হবে ।
(ii). CTET (Paper- I) কোয়ালিফায়েড হতে হবে ।
(iii). হিন্দি ও ইংরেজি মাধ্যমে শিক্ষাদানের পারদর্শী হতে হবে । কম্পিউটার চালনায় জ্ঞান থাকতে হবে ।
2. TRAINED GRADUATE TEACHER (TGTs):-
শিক্ষক নেওয়া হবে ইংলিশ, সোশ্যাল সাইন্স, সংস্কৃত (English, Social Science, Sanskrit) এই সমস্ত বিষয়ে ।
1) কমপক্ষে 50% নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে এনসি ইআরটি (NCERT) এর রিজিওনাল কলেজ অফ এডুকেশন এর চার
বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স পাশ।
অথবা
2) কমপক্ষে 50% নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে গ্রাডুয়েশন পাশ সাথে B. Ed. পাশ।
3) CTET (Paper - II) কোয়ালিফায়েড হতে হবে ।হিন্দি ও ইংরেজি মাধ্যমে শিক্ষা দানের পারদর্শী হতে হবে । কম্পিউটার চালনায় জ্ঞান থাকতে হবে ।
TGT (Social Science) এর ক্ষেত্রে যোগ্যতা লাগবে :- যে কোনো সিকৃত ইউনিভার্সিটি থেকে জিওগ্রাফি / হিস্ট্রি /পলিটিকাল সাইন্স / ইকোনমিক্স এই বিষয় গুলির মধ্যে যে কোনো দুটি বিষয়ে ( হিস্ট্রি এবং জিওগ্রাফির মধ্যে যে কোনো একটি বিষয় থাকতেই হবে ) 50% নম্বর নিয়ে B.Ed. সহ স্নাতক ডিগ্রি পাস।
TGTs শিক্ষা গত যোগ্যতা সম্পর্কে আরো বিশদে জানতে KVS RBNM SALBONI TEACHER RECRUITMENT 2021 এর অফিসিয়াল নোটিফিকেশন টি দেখতে অনুরোধ করা হচ্ছে ।
3. POST GRADUATE TEACHER (PGTs):-
শিক্ষক নেওয়া হবে ফিজিক্স, কেমিস্ট্রি , ম্যাথমেটিক্স, কমার্স, ইকোনমিক্স, ইংলিশ, হিন্দি (Physics, Chemistry,
Mathematics, Commerce, Economics English, Hindi) এই সমস্তবি ষয়ে ।
যোগ্যতা :
1) কমপক্ষে 50% নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে এনইসিআরটি (NCERT) - র আঞ্চলিক শিক্ষা ইনস্টিটিউটের ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট কোর্স পাস ।
অথবা
2) 50% নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি পাস সাথে B. Ed. পাস।হিন্দি ও ইংরেজি মাধ্যমে শিক্ষা দানের পারদর্শী হতে হবে । কম্পিউটার চালনায় জ্ঞান থাকতে হবে ।
PGTs শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরো বিশদে জানতে KV RBNM SALBONI TEACHER RECRUITMENT 2021 এর অফিসিয়াল নোটিফিকেশন টি দেখতে অনুরোধ করা হচ্ছে ।
KV RBNM SALBONI RECRUITMENT 2021 APPLICATION FEE:-
প্রার্থীদের কোনো ফী দিতে হবে না ।
KVS RBNM SALBONI RECRUITMENT 2021 SALARY:-
কেন্দ্রীয় বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী স্যালারি পাবেন। অফিসিয়ালনোটিফি কেশন টি দেখতে অনুরোধ করা হচ্ছে ।
KVS RBNM SALBONI RECRUITMENT 2021 AGE LIMIT:-
বয়স হতে হবে 65 বছরের মধ্যে । অফিসিয়াল নোটিফি কেশন টিদেখতে অনুরোধ করা হচ্ছে ।
KVS RBNM SALBONI RECRUITMENT 2021 SELECTION & APPLICATION PROCESS:-
ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে Google Form এর মাধ্যমে । অফিসিয়াল ওয়েবসাইটে লিংকটি দেওয়া আছে । রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে ।
রেজিস্ট্রেশনের শেষ দিন 14/11/2021 তারিখ। রেজিস্ট্রেশন এর সময় নিজের সম্প্রীতি তোলা পাসপোর্ট সাইজ ফটো এর সাথে ফিলাপ করা বায়োডাটা আপলোড করতে হবে ।
ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট ফরম্যাটে 4 কপি নিজের বায়োডাটার (অফিসিয়াল নোটিফিকেশনের সাথে বায়োডাটা ফরম্যাট দেওয়া আছে ডাউনলোড করে প্রিন্ট করে ফিল আপ করতে হবে) সাথে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং এক সেট সেল্ফ অ্যাটেস্টেড কপি
এবং পাসপোর্ট সাইজ ফটো নিয়েআস্তে হবে । সেই দিনই ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। সমস্ত পদ চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। নিজের পরিচয় পত্র সঙ্গে নিয়ে আসবেন। ইন্টারভিউ হবে সরাসরি কেন্দ্রীয় বিদ্যালয়, আর বি এন এম শালবনি (পশ্চিম মেদিনীপুর) ক্যাম্পাস এ।
KV RBNM SALBONI RECRUITMENT 2021 INTERVIEW DATE & VENUE:-
INTERVIEW DATE:- 15/11/2021
REPORTING TIME:- 08.00 AM
INTERVIEW VENUE:- Kendriya Vidyalaya RBNM Salboni, District - West Midnapore
(West Bengal),Pin-721132.Phone No:- 03227-280421
OFFICIAL WEBSITE :- https://rbnmsalboni.kvs.ac.in/
আরো বিশদে জানতে অফিসিয়াল ওয়েবসাইট এবং নোটিফি কেশন টি দেখতে অনুরোধ করা হচ্ছে ।