তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- নগর সভ্যতার সৃষ্টির উল্লাসে আজও অমলিন গ্রাম বাংলা,এমনই থিমে মহাশক্তির আরাধনায় মেতেছে কাঁকসার বিবেকানন্দ হাউসিং এর আবাসিকরা।
তাদের দাবি, গ্রাম বাংলার ঔরসেই এই নগর সভ্যতার জন্ম।শাল পিয়ালের জঙ্গল ও রাঙা মাটির পথ পেরিয়েই নগর সভ্যতার পিচ রাস্তায় এসে পৌঁছেছে মানুষ।
তাই নতুন প্রজন্ম তথা সমস্ত মানুষের কাছে গ্রাম বাংলাকে তুলে ধরতেই এই ভাবনা।লাল পাড় গরদের শাড়ি পরিহিতা মা কালির রুপেও রয়েছে গ্রাম বাংলার ছোঁয়া।
এছাড়াও গোবর দিয়ে নিকানো হয়েছে মণ্ডপ চত্বর।পুজো উদ্যোক্তা কৌশিক বসু জানিয়েছেন, একদিন গ্রাম বাংলার হাত ধরেই সৃষ্টি হয়েছে এই নগর সভ্যতার তা অনস্বীকার্য।
আরো পড়ুন :- খনির নিচে বিদ্যুৎ বিভ্রাটের কারণে অসুস্থ চার শ্রমিক
নতুন প্রজন্মকেও তা ভুললে চলবে না।তাই আমাদের পুজোর থিম 'নগর সভ্যতার সৃষ্টির উল্লাসে আজও অমলিন গ্রাম বাংলা'।