Type Here to Get Search Results !

খনির নিচে বিদ্যুৎ বিভ্রাটের কারণে অসুস্থ চার শ্রমিক



সোমনাথ মুখার্জী, পান্ডবেস্বর :-  খনির নিচে বিদ্যুৎ বিভ্রাটের কারণে অসুস্থ চার শ্রমিক । বুধবার বেলা বারোটা নাগাদ ঘটনাটি ঘটে ইসিএলের বাকোলা এরিয়ার মিলেনিয়াম (সংকল্প ) কোলিয়ারি-তে । অসুস্থ্য-রা সকলে স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর ।

কলিয়ারী সূত্রে জানা যায়, বুধবার বেলা বারোটা নাগাদ ইসিএলের বাকোলা এরিয়ার মিলেনিয়াম কোলিয়ারির খনি গর্ভে বিদ্যুৎ বিভ্রাটের কারণে অসুস্থ হয়ে পড়েন চার শ্রমিক । অসুস্থদের মধ্যে দুজন স্থায়ী ও দু-জন ঠিকা শ্রমিক বলে জানা যায় । 

নাম প্রকাশে অনিচ্ছুক এক খনি শ্রমিক জানান খনির নিচে বিদ্যুতের যে কেবল লাইন রয়েছে সেই কেবেলে এদিন বিস্ফোরণ হয় । গ্যাস ও ধোঁয়ার কারণে ঘটনাস্থলের কাছে থাকা চার শ্রমিক অসুস্থ হয়ে পড়েন ।

আরো পড়ুন:- ভাতারের এড়াচিয়া আদিবাসী পাড়া থেকে উদ্ধার বাঘরোল 

খনির নিচে থেকে তড়িঘড়ি তাদের উপরে তুলে এনে চিকিৎসার জন্য তাদের নিয়ে যাওয়া হয় সংস্থার শ্যামসুন্দরপুর এরিয়া হসপিটালে । অসুস্থ-রা সকলেই স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর । এই ঘটনায় খনি চত্বরে উত্তেজনা ছড়ায় । কর্তৃপক্ষের গাফিলতিতেই দুর্ঘটনা বলে সহকর্মীদের অভিযোগ । কি কারণে দুর্ঘটনা ঘটলো খতিয়ে দেখার আশ্বাস দেন খনি কর্তৃপক্ষ ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad