তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- ৩৫০ বছরের পুরনো বুদবুদের মানকরের (Mankar) আনন্দময়ী কালী।প্রতিবছরের মতো এবছরও মহা ধুমধামে পুজোর আয়োজন করা হয়েছে। তবে প্রশাসনের বিধিনিষেধ মেনে এ বছর পুজোর আয়োজন করেছেন পুজোর উদ্যোক্তারা।
বুদবুদের মানকরে প্রাচীনকাল থেকেই কবিরাজ বাড়ির পুজো হিসাবেই পরিচিত। তবে এখানে মন্দিরে মা কালীকে মহামায়া রূপেই পুজো করা হয় সারা বছর ধরে।
কবিরাজ বাড়ির সদস্য গোপাল কবিরাজ জানিয়েছেন তাদের এই পুজো 350 বছরে পদার্পণ করেছে। এই পুজোর সূচনা করেছিলেন রাজবল্লভ গুপ্ত। সারাবছর পুজো হলেও কালিপুজোর সময় বিশেষভাবে জাঁকজমক করে পুজোর আয়োজন করা হয় প্রতিবছর।
প্রাচীনকাল থেকেই রীতি মেনে এখানে বলি প্রথা চালু রয়েছে পাঠা বলির পাশাপাশি চাল কুমড়ো এবং আখ বলি দেওয়া হয়। মন্দিরে দেবী মূর্তি এখানে কষ্টি পাথরের।
350 বছর আগে দেবীকে পঞ্চমুন্ডির আসনে বসানো হয় সেই থেকেই দেবী পঞ্চমুন্ডির আসনেই পুজো হয়ে আসছে আজও।প্রতিবছর কালি পুজোর সময় হাজার হাজার ভক্তের সমাগম হয় এখানে।