পুলিশ সূত্রে জানা গেছে কাঁকসার (Kanksa) মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিকি গ্রামে দয়াময় মন্ডল ও তার স্ত্রী মাধবী মন্ডল কে তার প্রতিবেশী বিধান ঘোষ নামের এক ব্যক্তি বাঁশ দিয়ে মারধর করে।গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় দয়াময় বাবুকে।
এরপরই দয়াময় বাবুর স্ত্রী মাধবী মন্ডল কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ বিধান ঘোষ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে।
আরো পড়ুন:- মানকরের আনন্দময়ী কালী পঞ্চমুন্ডির আসনেই পুজো হয়ে আসছে আজও
এলাকা সূত্রে জানা গেছে দয়াময় মন্ডল এর বাড়ির সীমানায় আম, কাঁঠাল ও পেয়ারা গাছ কেটে দেয় বিধান ঘোষ। এই নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে তুমুল বচসা শুরু হয়। বচসা থেকে পরে হাতাহাতি শুরু হয়ে যায়। সেই সময় বিধান ঘোষ বাঁশ দিয়ে দয়াময় মন্ডল কে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।