তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার (Kanksa) ডাকবাংলো মনোজপল্লী এলাকায় তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে তৃণমূলের দলীয় কার্যালয়ে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলো বুধবার সন্ধ্যায়। এদিন বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যোগ দেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী, তিলক চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা রুমা রাও, ট্রিলোকচন্দ্র পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী,তৃণমূল নেতা হ্যাপি রাও সহ অন্যান্যরা।
আরোপড়ুন:- প্রতিবেশীকে মারধরের ঘটনায় গ্রেফতার হলেন এক ব্যক্তি
এলাকার মহিলা এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে এদিন সভায় সকলকে বিজয়ার শুভেচ্ছা জানানোর পাশাপশি দলের আগাম কর্মসূচি সম্পর্কে সকলকে জানান কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী। তিনি বলেন এলাকাবাসীর সাথে আরও বেশি পরিমাণে জন সংযোগ বাড়াতে হবে।যার প্রধান ভূমিকায় থাকবে মহিলা তৃণমূলের কর্মীরা।