Type Here to Get Search Results !

স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে অশ্লীল ছবি ও ভিডিও পোস্ট,আসানসোলের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের শিক্ষকের


নীলেশ দাস ,আসানসোল:- স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে (WhatsApp Group) অশ্লীল ছবি ও ভিডিও,আসানসোলের (Asansol)সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের শিক্ষকের।সালানপুরের হিন্দুস্তান কেবলসের বেসরকারি ডি.এ.ভি পাবলিক স্কুলের (D.A.V Public School) অনলাইন পড়াশোনার হোয়াটসঅ্যাপ গ্রুপ (WhatsApp Group)  থেকে ছাত্রছাত্রীদের ফোনে অশ্লীল ছবি ও ভিডিও। জানা গেছে ডি.এ.ভি পাবলিক স্কুলের ফিজিক্যাল ডিপারমেন্টের শিক্ষক অঞ্জনি কুমার সিং এর হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাক করে ছাত্রছাত্রীদের ফোনে অশ্লীল ছবি এবং ভিডিও পাঠানো হয়।

অনলাইনে পড়াশোনার জন্য স্কুল থেকে যে হোয়াটস অ্যাপ লিঙ্ক সমস্ত ছাত্র-ছাত্রীদের মোবাইলে সঙ্গে যুক্ত আছে সেই গ্রুপে হ্যাকাররা সকালে পড়াশোনার বিষয়ের পরিবর্তে অশ্লীলজনক ছবি ও ভিডিও আপ লোড করেদেয়। বিষয়টি তাদের নজরে আসার পরেই স্কুল কর্তৃপক্ষ সমস্ত ছাত্রছাত্রী ও অভিভাবকদের কাছে আবেদন করেন যাতে দ্রুত এইসব অশ্লীল ভিডিও এবং ছবি তারা মুছে ফেলেন। 

পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শিক্ষককে নিয়ে আসানসোলের সাইবার ক্রাইম বিভাগে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন। এই ধরনের অপরাধ যে বা যারা সংঘটিত করেছে তাদের যাতে  দ্রুত কঠোরতম শাস্তি হয় তা নিয়ে স্কুলের পক্ষ থেকে আবেদনও জানানো হয়।পাশাপাশি অভিভাবকদের স্কুলের পাশে থাকার অনুরোধ করা হয়।

আরোপড়ুন:- কাঁকসার মনোজপল্লী এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলো বুধবার সন্ধ্যায়

এই প্রসঙ্গে এক অভিভাবক জানান এটা নতুন কিছু বিষয় নয়,এর আগেও গ্রুপে বাজে ভাষায় ম্যাসেজ করা হয়েছিলো এখনতো সরাসরি ছবি এবং ভিডিও পাঠানো হচ্ছে এই নিয়ে আমার আগে বিদ্যালয় কর্তৃ পক্ষের সঙ্গে কথা বলেছি কিন্তু বন্ধ হয়নি তবে এবার যদি আরো অশ্লীল ছবি ভিডিও বা কথা আসে তবে আমরা সমস্ত অভিভাবকরা মিলে আন্দোলন গড়ে তুলবো বলে জানান।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad