নিজস্ব প্রতিনিধি:- মঙ্গলবার ভোর থেকে ঘনকুয়াশার ঢেকেছে বর্ধমান। টানা তিনদিনের বৃষ্টির পর এদিন কুয়াশা আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত।
ঘনকুয়াশার কারণে দৃশ্য মানতা একদম কমে গেছে। জাতীয় সড়কে যানবাহন চলাচল করছে ধীর গতিতে।
আলো জ্বেলে গাড়ি চলাচল করলেও দূরের জিনিস চোখে পড়ছে।এমনিই তাপমাত্রা বেশ খানিকটা কমে যাওয়ায় সকাল থেকে শীতের আমেজ জেলজুড়ে অনুভূত হচ্ছে।
পাশাপাশি,শীতের শুরুতেই কুয়াশার চাদরে মুখ ঢাকল খনি অঞ্চল পাণ্ডবেস্বর।
সকাল থেকেই প্রবল কুয়াশা এলাকায়। দৃশ্যমানতা সম্ভবত 5 মিটার । দেখা নেই প্রাতঃভ্রমন কারিদের । যে কয়েকটা যানবাহন চলছে রীতি মত লাইট জ্বালিয়ে যাতায়াত করছে ।
আরো পড়ুন:- লরির চালক কে খুন করে ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করলো পুলিশ
শীতের শুরুতেই যদি শৈল শহর দার্জিলিংয়ের মত আবহাওয়া হয় ,তাহলে শীত পুরোপুরি পড়লে কি হবে। ভাবাচ্ছে খনি অঞ্চলের লোকেদের ।