নীলেশ দাস,আসানসোল :- গোপনসূত্রে খবর পেয়ে কুলটি পুলিশ অভিযান চালিয়ে চার জুয়াড়িকে গ্রপ্তার করল। চারচাকা গাড়ি সহ নগদ ৮২ হাজার টাকা বাজেয়াপ্ত করে পুলিশ।দীর্ঘদিন ধরেই এলাকায় জুয়া চলার অভিযোগ উঠছিলো আসানসোলের কুলটিতে। অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে কুলটি থানার শাকতোড়িয়া ফাঁড়ির পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালায়।
কুলটির ডিসেরগড় কিলবার্ন এলাকার একটি পরিত্যক্ত ইসিএলের আবাসনে বসেছে জুয়ার আসর।এর পরেই পুলিশ সেখানে অভিযান চালিয়ে সেখান থেকে চার জন জুয়াড়িকে গ্রেপ্তার করে।
আরো পড়ুন:- শীতের শুরুতেই কুয়াশার চাদরে মুখ ঢাকল পূর্ব ও পশ্চিম বর্ধমান
পাশাপাশি একটি চারচাকা গাড়ি সহ জুয়ার বোর্ডে থাকা নগদ ৮২ হাজার টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। জানা গেছে পুলিশের হাতে ধৃত চার জুয়াড়ির বাড়ি আসানসোলের হীরাপুর থানার বিভিন্ন এলাকায়। ধৃত চারজন জুয়াড়িকে সোমবার আসানসোল আদালতে তোলা হয়।