Type Here to Get Search Results !

লরির চালক কে খুন করে ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করলো পুলিশ

তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- লরির চালক কে খুন করে ম্যাঙ্গানিজ সিলিকন বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ৪জনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে গত কয়েকদিন আগে ফেরো সিলিকা ম্যাঙ্গানিজ বোঝাই একটি ট্রাক আলিপুরদুয়ার থেকে খড়্গপুর যাওয়ার পথে পান্ডবেশ্বরের ৬০নম্বর জাতীয় সড়ক ধরে বীরভূমের দুবরাজপুর হয়ে পান্ডবেশ্বরের টুমনি ব্রিজের কাছে পৌঁছতেই ট্রাকটিকে আটকে ট্রাকের চালক ধর্মেন্দ্রকে শ্বাসরোধ করে খুন করে ট্রাকটিকে ছিনতাই করে পালায় দুস্কৃতির দল।

৬০নম্বর জাতীয় সড়কের পাশ  থেকে গত ১৫ই অক্টোবর পান্ডবেশ্বর থানার পুলিশ হরিয়ানার বাসিন্দা ধর্মেন্দ্র নামে ঐ ট্রাক চালকের মৃতদেহ উদ্ধার করে দূর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য।

ছিনতাই হওয়া ট্রাকটিকে পুলিশ আসানসোলের মাইথন থেকে উদ্ধার করে তদন্তে নেমে মন্টু যাদব, বিকাশ বালা, ইমতিয়াজ খান, ও এম. ডি আজাদ নামে চার কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। সোমবার এই চারজনকে দূর্গাপুর মহকুমা আদালতে তোলে পুলিশ, ধৃতদের পুলিশ হেফাজত চেয়ে মহকুমা আদালতে পেশ করা হয়। 

ধৃতদের জেরা করে সোমবার পুলিশ আচমকা হানা দেয় দূর্গাপুরের কাঁকসার গোপালপুরের উত্তর পাড়ার একটি গোডাউনে। গোডাউনে অভিযান চালিয়ে হাইজ্যাক হওয়া লরির ম্যাঙ্গানিজ ফেরো সিলিকন উদ্ধার করে।

গোডাউনটি বিশাল বালার বলে জানা গেছে। গোপালপুর গ্রামের ওই গোডাউনে দীর্ঘদিন ধরে এই অবৈধ করবার চলতো বলে পুলিশ সূত্রে খবর।

আরো পড়ুন:- সোমবার সকালে পানাগড় বায়ু সেনা ছাউনিতে বিশেষ বিমানে পৌঁছাল মনিপুরে সন্ত্রাসবাদি হামলায় শহীদ জওয়ান মুর্শিদাবাদের শ্যামল দাসের দেহ  

যেখান থেকে বিভিন্ন কারখানা এমনকি ভিন রাজ্যেও এই ধাতব পদার্থ যা লোহা গলাতে কাজে লাগে তা পাচার করা হতো।আসানসোল দূর্গাপুর পুলিশের এই অভিযানে এখন কাঁকসার গোপালপুরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে, অবিলম্বে অবৈধ এই কারবার বনধের আর্জি জানিয়েছে স্থানীয়রা। 

যদিও অভিযুক্ত বিশাল বালার মা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি অন্ডাল তুহিন আনোয়ার জানিয়েছেন, পুলিশ ধৃতদের জেরা করে আরো তথ্য পেতে চাইছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad