Type Here to Get Search Results !

সোমবার সকালে পানাগড় বায়ু সেনা ছাউনিতে বিশেষ বিমানে পৌঁছাল মনিপুরে সন্ত্রাসবাদি হামলায় শহীদ জওয়ান মুর্শিদাবাদের শ্যামল দাসের দেহ


তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- অবশেষে সোমবার সকাল ১০টা নাগাদ পানাগড় বায়ু সেনা ছাউনিতে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে পৌঁছায় মনিপুরে সন্ত্রাসবাদি হামলায় শহীদ মুর্শিদাবাদের বাসিন্দা আসাম রাইফেলের জওয়ান শ্যামল দাসের দেহ। রবিবার পানাগড় বায়ু সেনা ছাউনিতে শহীদের দেহ নিয়ে আসার কথা থাকলেও খারাপ আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটির কারণে রবিবার শবদেহ নিয়ে আসা সম্ভব হয়ে ওঠেনি এমনটাই সেনা সূত্রে জানা যায়।

সোমবার সকালে পানাগড় বায়ু সেনা ছাউনিতে শহীদ শ্যামল দাসের শবদেহ নিয়ে আসা হলে শহীদ শ্যামল দাস কে গান স্যালুট দেওয়ার পাশাপাশি শবদেহে ফুলের তোড়া দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয়। এর পরে সেখান থেকে শহীদ শ্যামল দাসের দেহ সড়ক পথে সকাল ১১টা ১৫ নাগাদ কনভয় করে মুর্শিদাবাদের উদ্যেশ্যে রওনা দেয় সেনা জওয়ানরা।

সোমবার সকাল থেকে সেই খবর চাউর হতেই পানাগড় বায়ু সেনা ছাউনির সামনে ভিড় জমান বিজেপি (bjp) কর্মী সমর্থকরা।বর্ধমান সদরের বিজেপির (Bharatiya Janata Party )জেলা সহ সভাপতি রমন শর্মা  বলেন তারা খবর পেয়ে ছুটে আসেন শহীদ জওয়ান কে শ্রদ্ধা জানাতে। 



আরো পড়ুন:- দুই  ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কাঁকসার গোপালপুরে

শহীদ জওয়ানের শবদেহ নিয়ে যাওয়ার সময় পানাগড় বায়ু সেনা ছাউনির গেটের সামনে তাকে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানান বিজেপি কর্মীরা।তবে বিজেপি কর্মীরা আসলেও এদিন অন্য কোনো রাজনৈতিক দল নেতা কর্মীদের দেখা না পাওয়ায় রমন শর্মা বলেন জাতীয়তাবাদের ভাবনা সবার মধ্যে থাকা উচিৎ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad