সোমনাথ মুখার্জি, পাণ্ডবেশ্বর :- ২০২১ এর বিধানসভা ভোটে জয়লাভ করে বিধায়ক হওয়ার পর থেকে সবসময় পান্ডবেশ্বর (Pandaveshwar) বিধানসভার গরিব দুস্থদের পাশে থেকেছেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী (Narendranath Chakraborty) । কখনও গরিব দুঃস্থদের বস্ত্র দান, কখনও শীতবস্ত্র দান আবার কখনো খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তিনি।
রাত পোহালেই ছট পূজা, শিল্পাঞ্চলের অবাঙালি মানুষজনের কাছে তবে সবথেকে বড় উৎসব এই ছট পূজা (ChhatPuja)। কিন্তু দীর্ঘ দুই বছর লকডাউন শিল্পাঞ্চলের বহু মানুষ কাজ হারিয়ে একেবারেই নিঃস্ব। এদের মধ্যে বাঙালি অবাঙালি মিলিয়ে অনেকেই আছেন । আগামীকাল বুধবার অবাঙালিদের শ্রেষ্ঠ উৎসব ছট পূজা (chhatPuja2021) । এই পূজায় অনেক এরকম মানুষ আছেন যাঁরা পূজার সামগ্রী কিনতে অক্ষম ।
কিন্তু প্রাচীনকাল থেকে চলে আসছে এই পূজা করবেন কীভাবে? এই চিন্তায় যখন তাঁদের ঘুম উড়েছিল সেই সময় সাহায্যের হাত বাড়িয়েছেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী (Narendranath Chakraborty)। এমনটাই জানালেন পান্ডবেশ্বর বিধানসভার মাদারবনি এলাকার এক ছট পুজার ব্রতী মহিলা গীতাদেবী।যদিও বিধানসভায় অধিবেশন থাকায় নরেন্দ্রনাথ বাবু এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
দুর্গাপুর ফরিদপুর ব্লকে ব্লক সভাপতি সুজিত মুখার্জি ছট পূজার প্রয়োজনীয় সামগ্রী তুলে দিচ্ছেন ছট পুজার ব্রতী মহিলাদের হাতে |
গীতাদেবী জানান, এবারের পূজা কীভাবে করবেন ভেবেই পাচ্ছিলেন না। সেই মুহূর্তে বিধায়কের তরফে পান্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকে ব্লক সভাপতি সুজিত মুখার্জির (Sujit Mukherjee) হাত দিয়ে ছট পূজার জন্য প্রয়োজনীয় পূজার সামগ্রী হাতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশিতে আত্মহারা তারা ।
পান্ডবেশ্বর (Pandaveshwar) বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লক (Durgapur Faridpur) সভাপতি তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুজিতবাবু (Sujit Mukherjee)জানান ,মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) অনুপ্রেরণায় ও বিধায়ক নীরেন্দ্রনাথ চক্রবর্তীর (Narendranath Chakraborty) নির্দেশে এলাকার প্রায় দুইশ জন এরকম দুস্থ মহিলাদের হাতে পূজার সামগ্রী ভরা ডালা তুলে দেওয়া হলো ।
আরো পড়ুন:- খনির সম্প্রসারণের জন্য সরানো হলো জোহরস্থান
সেই ডালার মধ্যে ছিল পাঁচ রকমের ফল, মিষ্টান্ন পূজার জন্য নতুন বস্ত্র, আখ, নারকেল ও আরও অনেক কিছু।এই ডালা বিতরণ অনুষ্ঠানে ব্লক সভাপতি সুজিতবাবুর সঙ্গে ছিলেন বগুড়া অঞ্চল সভাপতি গৌতম ঘোষ স্থানীয় তৃণমূলের (TMC) একনিষ্ঠ কর্মী বিশ্বজিৎ ঘোষ ও আরও নেতাকর্মীরা ।