Type Here to Get Search Results !

খনির সম্প্রসারণের জন্য সরানো হলো জোহরস্থান


সংবাদদাতা, পাণ্ডবেশ্বর :- খনির সম্প্রসারণের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিল আদিবাসীদের একটি ধর্মস্থান । মঙ্গলবার ধার্মিক রীতি-রেওয়াজ মেনে সেটি সরিয়ে প্রতিষ্ঠা করা হলো অন্য জায়গায় । ঘটনাটি পাণ্ডবেশ্বর (Pandaveswar)ব্লকের আদিবাসী অধ্যুষিত মধুডাঙ্গা গ্রামের ।

ইসিএলের শোনপুর বাজারির খনির (ECL Shonpur Bazar Mine)সম্প্রসারণের কাজ চলছে । সেজন্য অধিগ্রহণ করা হয়েছে পাণ্ডবেশ্বর (Pandaveswar) ব্লকের আদিবাসী অধ্যুষিত মধুডাঙ্গা গ্রামটি । গ্রামে দীর্ঘ কয়েক দশক ধরে প্রায় দেড়শ টি আদিবাসী পরিবার (Indigenous families) বসবাস করেন । 

গাছপালা জঙ্গলে ঘেরা গ্রামটিতে আদিবাসী সমাজের ধার্মিক আচার অনুষ্ঠানের জন্য রয়েছে একটি জোহরস্থান । আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের কাছে স্থানটি পবিত্র ও স্পর্শকাতর' । শীঘ্রই এলাকাটিতে কয়লা খননের (Coal Mining) কাজ শুরু হবে । 

সেজন্য মধুডাঙ্গা এলাকার আদিবাসীদের (Indigenous People) খোট্টারডিহি মৌজায় পুনর্বাসনের (Rehabilitation) ব্যবস্থা করেছে সংস্থা । ইতিমধ্যে সেই জায়গায় চলে গেছে বেশ কয়েকটি পরিবার । পুনর্বাসনে (Rehabilitation) কাজ সম্পূর্ণ না হওয়ায় মধুডাঙ্গাতে এখনো রয়েছে বাকি আদিবাসী পরিবারগুলো । 

ধার্মিক আচার অনুষ্ঠানের জন্য রয়েছে পবিত্র জোহর স্থানটিও ।  ধার্মিক স্থানটি গ্রামের অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছিল সংস্থা । গ্রামবাসীদের সম্মতি নিয়ে  মঙ্গলবার জোহর স্থানটি গ্রামের অন্যত্র পুনরপ্রতিষ্ঠা করা হয় । 

উপস্থিত ছিলেন ইসিএলের সোনপুর বাজারি প্রজেক্টর জেনারেল ম্যানেজার আর,সি মহাপাত্র, পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলা পরিষদের কর্মদক্ষ অনুভা চক্রবর্তী সহ অন্যরা । 

গ্রামবাসীদের পক্ষে অজয় হাঁসদা জানান গ্রামবাসীদের পূনর্বাসনের (Rehabilitation) কাজ সম্পন্ন হলে নতুন জায়গায় স্থানটি প্রতিষ্ঠা করা হবে । আপাতত সেটি গ্রামের অন্য জায়গায় সরানো হলো । 

আরো পড়ুন:- 'এক টাকার ডাক্তার' নামে পরিচিত হলেও, ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায় পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ায় গর্বিত বোলপুরবাসীরা 

এখন থেকে সেখানেই আদিবাসীদের সমস্ত ধার্মিক অনুষ্ঠান হবে । প্রজেক্টের সম্প্রসারণের কাজ যাতে বিঘ্ন না হয় সেই জন্যই এই সিদ্ধান্ত বলে জানান তিনি ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad