শুভময় পাত্র বীরভূম:- সোমবার বোলপুরের স্বনামধন্য ডাক্তার ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায় (Dr. Sushovan Banerjee) রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Ramnath Kovind) হাত থেকে পদ্মশ্রী (Padma Shri Award) সম্মান গ্রহণ করেন। ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায় পদ্মশ্রী সম্মানে মনোনীত হয়েছিলেন অনেক আগেই।
এ দিন অর্থাৎ সোমবার রাষ্ট্রপতি ভবন থেকে সরাসরি ভারতবর্ষের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে সেই সম্মান গ্রহণ করেন বোলপুরের (Bolpur) প্রথিতযশা ডাক্তারবাবু ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায় (Dr. Sushovan Banerjee)। সকলের কাছে 'এক টাকার ডাক্তার' (One Rupee Doctor) নামে পরিচিত হলেও পদ্মশ্রী (Padma Shri Award) সম্মানে ভূষিত হওয়ার পর তার মুকুটে যেন আরও একটা পালক সংযোজন হল তার জীবনে।
রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও সমাজসেবায় ও ডাক্তারিতে তার সুনাম ও খ্যাতি সারা বিশ্বজুড়ে। ভারত সরকারের (Government of India) পক্ষ থেকে তাকে যে এই বিশেষভাবে সম্মানিত করলেন এই পদ্মশ্রী সম্মান (Padma Shri Award)এর মধ্যে দিয়ে তাতে ডাক্তারবাবুর পাশাপাশি গর্বিত সারা বোলপুরবাসী।
সোমবার রাস্ট্রপতির কাছ থেকে 'পদ্মশ্রী' সম্মান নেওয়ার পর ফিরে এসে বোলপুরে (Bolpur)তিনি সংবাদমাধ্যমের কাছে রাষ্ট্রপতি ভবনের যে বিশেষ মুহূর্ত তা সকলের কাছে প্রকাশ করলেন। তিনি রাষ্ট্রপতির পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে সাক্ষাত করেন বলে জানিয়েছেন।
আরো পড়ুন:- বীরভূমের নানুরে ঐতিহ্যবাহী রাধামাধব মন্দির সহ চারটি মন্দিরে চুরি
প্রধানমন্ত্রী তার হাত ধরে তাকে সম্বর্ধনা জানিয়েছেন এই বিশেষ সম্মানে ভূষিত হওয়ার জন্য। ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায় (Dr. Sushovan Banerjee)তার সমস্ত সুখময় স্মৃতি সকলের কাছে প্রকাশ করার সাথে সাথেই তিনি তার সাবলীল ভাষায় জানিয়ে দেন, যার জন্য তার এই বিশেষ সম্মান বা খ্যাতি তা তিনি সারা জীবন অর্থাৎ আমৃত্যু কাল পর্যন্ত মানুষের পাশে থেকে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে চালিয়ে যেতে চান।