নীলেশ দাস ,আসানসোল:- কেন্দ্র সরকার পেট্রোল ডিজেলের কিছুটা দাম (Petrol Diesel Price)কমালেও রাজ্য সরকার পেট্রোল ডিজেলের দাম না কমানোর প্রতিবাদে রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি সমর্থকরা (BJP)। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন করলেও।
বিগত বেশ কয়েকদিন আগে কেন্দ্র সরকার অর্থাৎ মোদি সরকার পেট্রোলে প্রায় ৫ টাকা এবং ডিজেল ১০ টাকা দাম কমলেও রাজ্য সরকার কিছুই কম করেনি।
তার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পে বিক্ষোভ প্রদর্শন করে হাতে প্লেকার্ড নিয়ে বিজেপি সমর্থকরা। পাশাপাশি সাধারণ মানুষকে সজাগ থাকারও পরামর্শ দেয়।
বিজেপির (BJP) দাবি কেন্দ্র সরকার অর্থাৎ মোদি সরকার পেট্রোল ডিজেলের কিছুটা দাম (Petrol Diesel Price) কমালেও। রাজ্য সরকার দাম না কমাতে অনড়। তাই মঙ্গলবার আসানসোলের (Asansol) নীঘা পেট্রোল পাম্পে এই বিক্ষোভ প্রদর্শন করেন।
আরো পড়ুন:- পাণ্ডবেশ্বর এলাকায দুস্থদের পাশে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল জেলার বিজেপি (BJP) কনভেনর শিবরাম বর্মন,বিজেপি রাজ্য সদস্য নির্মল কর্মকার,তাপস রায়,সুদীপ চৌধুরী সহ বিজেপি নেতৃত্বরা।