নীলেশ দাস আসানসোল:- পৌর নিগমের নির্বাচনের (Municipal Election) আগেই পশ্চিম বর্ধমান জেলায় (Paschim Bardhaman) বিজেপি (BJP) ও সিপিএম (CPM) থেকে প্রায় পাঁচশো জন নেতা ও কর্মীরা জেলা সভাপতি তথা বিধায়ক বিধান উপাধ্যায়ের (Bidhan Upadhyaya) হাত ধরে তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগদান করলেন।
বিজেপির জেলা সম্পাদক সোমনাথ চ্যাটার্জী,জেলার পর্যবেক্ষক রোজি চক্রবর্তী, আসানসোল দক্ষিণ বিধান সভার কিষান মোর্চার সভাপতি ওমপ্রকাশ শর্মা,দক্ষিণ বিধানসভার সহ সভাপতি মধু ঠাকুর,দক্ষিণ বিধানসভার প্রাক্তন ও.বি.সি মোর্চার সভাপতি অশোক সাউ,সিপিএমের সদস্য তেজ নারায়ন সিং এর নেতৃত্বে প্রায় ৫০০জন তৃণমূল কংগ্রেসের (TMC) দলীয় পতাকা ধরে যোগদান করেন।
এই যোগদান প্রসঙ্গে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলা তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সভাপতি বিধান উপাধ্যায় (Bidhan Upadhyaya) জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যেভাবে উন্নয়ন করে চলেছে তা দেখে আজ প্রায় পাঁচশো জন সিপিএম (CPM) বিজেপি (BJP) দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদান করলো।
পৌরনিগম নির্বাচনের (Municipal Corporation Election) আগে এই যোগদানে তৃণমূল জেলায় আরো শক্তিশালী হয়ে উঠলো।তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ মেনে কেউ যদি দল যোগ করতে চাই তাকে দলে স্বাগতম।
পাশাপাশি এও বলেন,যে আশা নিয়ে যারা বিজেপিতে ছিলো,সেই আশা পূরণ না হওয়ায় তারা তৃণমূলে যোগদান করে। দিনের পর দিন তারা দেখছে যে পেট্রোল ডিজেলের যে হারে মূল্যবৃদ্ধি হচ্ছে।
পাশাপাশি জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাই মোহ ভাঙছে। তার জন্যেই তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।
অন্যদিকে আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) বলেন,তৃণমূলের বিভিন্ন ধরনের হুমকিতে তারা তৃণমূলে যাচ্ছে।
আজকে পরিবারের লোককে হুমকি দিলে ভয় তো পাবেই। যারা যাচ্ছে তারা মনেপ্রাণে বিজেপি, তবে ভোট হলে তারা পদ্ম ফুলেই ভোট দেবে।
এইটাকে আমরা ফ্যাশন বলি,ফ্যাশন যেমন দু'বছর পাঁচবছর পর ঘুরে আসে সেইরকমই সময় ঠিক তাই আজকে হয়তো আমাদের সময় খারাপ। আবারও সময় ঘুর আসেবে, এরাই তখন ঘুরে আসবে বলে জানান তিনি।