নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- 'পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ইস্যুতে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের নাটক বন্ধ হয়ে গেছে।' আজ বর্ধমানে (Bardhaman) জেলা পর্যায়ের দলীয় বৈঠকে যোগ দিতে এসে রাজ্য সরকারকে এক হাত নিলেন বিজেপি (BJP) সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu)।
তিনি এদিন বলেন,'কিছুদিন আগেও গাড়ি ঠেলে ,সাইকেল চালিয়ে নাটক করছিলেন শাসকদলের নেতারা। তাদের থালা বাটি বাজানো বন্ধ।'
কয়েকদিন আগেই কেন্দ্র সরকার পেট্রল এবং ডিজেলে (Petrol Diesel Price) শুল্ক ছাড় দিয়েছে।মানুষকে রিলিফ দিতেই এই উদ্যোগ।
এমনকি সারা দেশে ২২ টি রাজ্যের সরকার তাদের ভ্যাট কমিয়েছে। কিন্তু এরাজ্যের সরকার নীরব। এতেই বোঝা যাচ্ছে , কতটা জনদরদী তারা।
তাছাড়া নানা উপায়ে এ বিষয়ে বিজেপির প্রতিবাদকে চাপা দিতে চাইছেন তারা। তবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে বিজেপিকে আটকানো যাবে না।