নিজস্ব প্রতিনিধি:- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। রবিবার বিকালে বর্ধমান বোলপুর জাতীয় সড়কে এই ঘটনা ঘটে। মৃতের নাম শেখ সোহেল। তার বাড়ি পূর্ব বর্ধমানের ভেদিয়ার জয় কৃষ্ণপুর এলাকায়।
রবিবার বিকেলে একটি চারচাকা গাড়িতে ৫ জন বোলপুর থেকে বর্ধমানের দিকে যাবার সময় অপর দিক থেকে আসা একটি লরির সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয় ভাতারের ওড়গ্রামের কাছে।
ঘটনায় গাড়ির প্রত্যকেই গুরুতর জখম হয়। আহতদের মধ্যে একটি বাচ্চাও রয়েছে। খবর পেয়ে ভাতার পুলিশ ফাঁড়ির পুলিশ ও গুসকরা থানার পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে একজনকে মৃত ঘোষণা করা হয়। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।