নীলেশ দাস, আসানসোল:- আসানসোলের বার্নপুর রোডে রবীন্দ্রনগরে সিটি কেবলের উদ্যোগে রক্তদান শিবির পরিদর্শন করলেন আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটক।রবিবার এই রক্তদান শিবিরে গিয়ে রক্তদাতাদের উৎসাহিত করেন।
প্রসঙ্গত আসানসোলের রবীন্দ্রনগরে সিটি কেবলের উদ্যোগে তিন দিনের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।শনিবার এই রক্তদান শিবির শুরু করা হয়েছে।জানা গিয়েছে সিটি কেবলের উদ্যোগে এবং আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির সহযোগিতায় তিনদিনের এই রক্তদান শিবির করা হয়েছে।প্রত্যেক রক্তদাতাদের মানপত্র দিয়ে সংবর্ধনা জানানো হবে বলে জানা গেছে।
এদিন এই রক্তদান শিবিরে 100 জন রক্তদান করেছেন।রক্তদাতাদের মানপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে।এদিনের রক্তদান শিবির আসেন মন্ত্রী মলয় ঘটক।সিটি কেবলের তরফে মন্ত্রী মলয় ঘটককে সংবর্ধনা জানানো হয়।
সিটি কেবলের দক্ষিণবঙ্গের কর্ণধার জয়দীপ মুখার্জি বলেন এই পরিস্থিতিতে আসানসোল জেলা হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্কে রক্ত সংকট দেখা দিয়েছে তারজন্য তিনদিনের এই রক্তদান শিবির করা হয়েছে।আগামী সোমবার পর্যন্ত এই রক্তদান শিবির চলবে।
পাশাপাশি সিটি কেবলের উদ্যোগে নতুন অ্যাম্বুলেন্সের উদ্ধোধন করা হলো এদিন।রবিবার আনুষ্ঠানিকভাবে এই অ্যাম্বুলেন্সের উদ্ধোধন করলেন পান্ডেবশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমানের RTA সদস্য নরেন চক্রবর্তী।
আরো পড়ুন:- রবিবার বিকালে বর্ধমান বোলপুর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত হলো এক ব্যক্তির
আগামী দিনে এই অ্যাম্বুলেন্স আসানসোল শহরে রোগীদের চিকিৎসার জন্য হাসপাতাল পৌচ্ছে দেওয়ার কাজ শুরু করবে।জানা গিয়েছে সিটি কেবলের উদ্যোগে আসানসোলে রোগীদের পরিষেবা দেওয়ার জন্য এই নতুন অ্যাম্বুলেন্সের উদ্ধোধন করা হয়েছে।