নীলেশ দাস, আসানসোল:- আসানসোলের গির্জা মোড়ে পেট্রোপণ্যের উপর ভ্যাট কমানোর দাবিতে বিজেপির বিক্ষোভ মিছিল করা হলো।রবিবারের এই মিছিলে বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু, কুলটির বিজেপি বিধায়ক ডঃ অজয় পোদ্দার, বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি, বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার আহ্বায়ক শিবরাম বর্মণ সহ উপস্থিত ছিলেন।
জানা গিয়েছে এদিন পেট্রোপণ্যের উপর ভ্যাট কমানোর দাবিতে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার উদ্যোগে এই মিছিল করা হয়।বিজেপি নেতৃত্বরা জানান অনান্য বেশকিছু রাজ্যে পেট্রাপণ্যের উপর ভ্যাট কম করেছে করেছে।কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখনও কিছু করেননি।তাই এদিন পেট্রাপণ্যের উপর ভ্যাট কমানোর দাবিতে এই মিছিল করা হয়েছে।
আরোপড়ুন:- আসানসোলে ECL-এ কম্পিউটার অপারেটর পদে 70 জন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
এই মিছিল গির্জা মোড় থেকে শুরু হয়ে কর্পোরেশন মোড়ে গিয়ে শেষ হয়।বিজেপির এই মিছিল ঘিরে যাতে কোনো অশান্তির সৃষ্টি না হয় তারজন্য আসানসোল দক্ষিণ থানার পুলিশও উপস্থিত ছিলেন।এদিন পেট্রোপণ্যের ভ্যাট প্রত্যাহার এবং ত্রিপুরা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু।