সোমনাথ মুখার্জি, পাণ্ডবেশ্বর :- রবিবার ১৪ ই নভেম্বর শিশু দিবস এবং পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন হিসেবে পালিত হয় সারা দেশে ।এই দিনটিকেই স্মরণ করেই পান্ডবেশ্বর বিধানসভার ভাটমুড়া গ্রামে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে । এই রক্তদান শিবিরে মোট ত্রিশ জন রক্তদাতা রক্তদান করলেন। সেই রক্ত দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হলো ।
এই রক্তদান শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান আজকের দিন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন ও এই দিনটিকে শিশু দিবস হিসেবেও পালন করা হয় ।
তাই আজ সারাদিন এলাকার ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েদের সাথে দিন কাটালেন । বিধায়ক জানান বাচ্চা ছেলেমেয়েদের সাথে দিন কাটানোর কী আনন্দ সেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব ।
ভাটমুড়ার রক্তদান শিবিরের পর বিধায়ক বাকলার স্বেচ্ছাসেবী সংস্থা তৃণাঙ্কুর এর ছোট ছোট ছেলেমেয়েদের সাথে সময় কাটালেন বাচ্চাদের হাতে তুলে দিলেন চকোলেট ।