নিজস্ব প্রতিনিধি:- শনিবার দুপুরে পথদুর্ঘটনার কবলে পড়েন হুগলির গুরাপ থানার ওসি পুষ্পেন স্যানাল ও এসআই সমীর মুখার্জী।২ নম্বর জাতীয় সড়কের গুরাপ থানার অন্তর্গত বসিরপুরের কাছে তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
কালীপুজোর জন্য ২ নম্বর জাতীয় সড়কে যান নিয়ন্ত্রণ করার সময় হঠ্যাৎ করে একটি ট্রাক দ্রুতগতিতে এসে বর্ধমান অভিমুখে দাঁড়িয়ে থাকা ওসি পুষ্পেন স্যানালের গাড়ির পিছনে ধাক্কা মেরে নয়ানজুলিতে নেমে যায়।
দুর্ঘটনার ফলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।গাড়িতেই একই সাথে আটকে পড়েন ওসি পুষ্পেন স্যানাল ও এসআই সমীর মুখার্জী।পরে স্থানীয়দের সহযোগীতাই পুলিশ তাদের উদ্ধার করে বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের পাশে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করে।সেখানেই পৌঁছান পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশীষ সেন ও হুগলির পুলিশ সুপার ( গ্রামীণ) আমনদীপ সিং।
আরো পড়ুন:- ছটপুজো নিয়ে আসানসোল পৌরনিগমে এক বৈঠকে অনুষ্ঠিত হল
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে ওসি পুষ্পেন স্যানালকে হাওড়ার একটি বেসরকারী হাসপাতালে রেফার করা হয়।বর্ধমানের বেসরকারী হাসপাতাল থেকে গ্রীণ করিডর করে নিয়ে যাওয়া হচ্ছে হাওড়ার একটি বেসরকারী হাসপাতালে।এসআই সমীর মুখার্জীর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।