নীলেশ দাস, আসানসোল:- ছটপুজো নিয়ে আসানসোল পৌরনিগমে এক বৈঠকে অনুষ্ঠিত হলো।শনিবারের এই বৈঠকে আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি, পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য মীর হাসিম, চন্দ্রশেখর কুন্ডু , দিব্যেন্দু ভগৎ সহ ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন।
জানা গিয়েছে আসানসোল পৌরনিগম এলাকায় মোট 223টি ছটঘাট করা হয়েছে।এই ছটঘাটে রাস্তাঘাটও পরিস্কার করা হয়েছে।
আরো পড়ুন:- বার্নপুরের রিভারসাইড এলাকা পরিদর্শন করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল
এমনকি ছট পুণ্যার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তারজন্য আসানসোল পৌরনিগমের তরফে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি।