নীলেশ দাস,আসানসোল:- আসানসোলের বার্নপুরের রিভারসাইড এলাকা পরিদর্শন করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল।শনিবার আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল সরজমিনে এই এলাকা পরিদর্শন করেছেন।
জানা গিয়েছে আসানসোল ও বাঁকুড়া দুই জেলার মানুষেরা একটি অস্থায়ী সেতু দিয়ে যাতায়াত করেন।তাই এই দুই জেলার মানুষেরা দামোদর নদীর উপর পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
তাই এদিন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল এই এলাকা পরিদর্শনে এসে দেখলেন কিভাবে মানুষেরা দামোদর নদী দিয়ে যাতায়াত করেন।এমনকি নৌকা দিয়ে মানুষেরা পারাপার করেন।
আরো পড়ুন:- বীরভূমের নানুরে পালিত হল সম্প্রীতির গণ ভাইফোঁটা
এই প্রসঙ্গে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন এখানে সেতু নির্মাণের জন্য রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটককে চিঠি দিবেন।