শুভময় পাত্র ,বীরভূম:- বীরভূমের নানুরে পালিত হল সম্প্রীতির গণ ভাইফোঁটা। রাজ্যের বেশকিছু জেলার মধ্যে যে বিশেষ কিছু জায়গা রাজনৈতিক কারণে কখনো হানাহানি বা কখনো চরম রাজনৈতিক সন্ত্রাস সৃষ্টি হয় তাদের মধ্যে অন্যতম বীরভূমের নানুর থানা।
যার কারণে প্রায়শই সংবাদমাধ্যমের শিরোনামে থাকে এই জেলার নাম। এলাকার দখলের লড়াই থেকে শুরু করে সুচপুর গণহত্যা, সবকিছুতেই নানুর থানার নাম সকলের কাছেই পরিচিত। কিন্তু বর্তমানে বীরভূম জেলার নানুর থানার অন্তর্গত গ্রামগুলি অনেকটাই পরিবর্তনশীল।
আজ তেমনি এক পরিবর্তনশীল ঘটনার নজির দেখালো স্থানীয় তৃণমূল কার্যালয় অফিসে। বীরভূমের নানুর থানার অন্তর্গত বাসাপাড়া গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ের অফিসে আজ এই বিশেষ দিনে পালিত হলো সম্প্রীতির ঘন ভাইফোঁটা।
আরো পড়ুন:- শতাধিক বছরের প্রাচীন ভেলা ভাসানো অনুষ্ঠান হলো বুদবুদের কোটা গ্রামে
এদিনের এই গন ভাইফোঁটায় উপস্থিত ছিলেন বীরভূমের নানুর বিধানসভার বিধায়ক বিধান মাঝি বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান সহ দলের কর্মী সমর্থকরা। স্থানীয় বোনেদের কাছ থেকে ভাইফোঁটার মধ্যে দিয়ে সম্প্রীতির বাতাবরণ তৈরি করে বীরভূমের নানুর থানার অন্তর্গত বাসাপাড়া গ্রাম।