সোমনাথ মুখার্জী,ফরিদপুর:- তাস খেলা কে কেন্দ্র করে বচসা, বচসা থেকে হতাহতি তারপরেই পিটিয়ে মারার অভিযোগ দুর্গাপুর ফরিদপুর ব্লকের (Durgapur Faridpur Block) রসিক ডাঙ্গার যুবককে, এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ফরিদপুর থানার বিশাল পুলিশ বাহিনী।
শনিবার সন্ধ্যায় তাস খেলায় মগ্ন ছিল রসিক ডাঙ্গার পালন বাউরি নামে বছর 35 এর এক যুবক অন্যান্য বন্ধুদের সাথে। শুরু হয় বচসা। বচসার পর ব্যাপক উত্তেজনা তৈরি হয় বন্ধুদের সাথে এমনটাই সূত্র মারফত জানা গেছে।সেখানেই পিটিয়ে মেরে ফেলে পালন বাউরীকে বলে অভিযোগ।
খবর জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
ঘটনা কে ঘিরে এলাকায় উত্তেজনা রয়েছে।এলাকায় টহল দিচ্ছেন পুলিশ আধিকারিকরা।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।