Type Here to Get Search Results !

সত্যি কি ঘর ভাঙছে নিক-প্রিয়াঙ্কার?মুখ খুললেন প্রিয়াঙ্কার মা


ওয়েবডেস্ক  :- সোমবার আচমকাই প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ইনস্টাগ্রাম বায়ো-তে নিজের নামের পাশ থেকে মুছে দিলেন জোনাস’! বিয়ের পর  নিজের নামের পাশে জুড়েছিলেন স্বামীর পদবি। জোর গলায় জানিয়েছিলেন, ‘আমি ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী, স্বামীর পরিচয় নিজের সঙ্গে যুক্ত করাটা গর্বের। কিন্তু সোমবার আচমকাই ইনস্টাগ্রাম বায়ো-তে নিজের নামের পাশ থেকে মুছে দিলেন জোনাস’!  এর জেরেই তুঙ্গে তাদের ডিভোর্স জল্পনা।

দুজনের বিয়ে নিয়ে শুরু থেকেই বিতর্ক কম ছিল না। নিক-প্রিয়াঙ্কার বয়সের ফারাক নিয়ে নিন্দুকরা বারবার বাঁকা মন্তব্য করেছেন। গত কয়েক মাস ধরেই কাজের জেরে আলাদা থাকছিলেন তারকা দম্পতি, প্রিয়াঙ্কা নিজের নামের পাশ থেকে নিকের পদবি সরিয়ে দিতেই চিন্তায় ভক্তরা। তবে কি তিন বছরের মধ্যেই ঘর ভাঙছে হ্যাপি কপলনিক-প্রিয়াঙ্কার! তবে কি এবার পাকাপাকিভাবে বিচ্ছেদের পথে

তবে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রীর মা মধু চোপড়া। নিউজ এইন্টিন-কে তিনি জানান, ‘এটা একদম বাজে কথা, এইসব গুজব ছড়াবেন নাতবে কেন আচমকা নিকের পদবি নামের পাশ থেকে সরিয়ে দিলেন প্রিয়াঙ্কা, সেই নিয়ে কোনও জবাব মেলেনি। 

 তবে এখনও নিক-প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে পরস্পরকে ফলো করেন। পাশাপাশি পরস্পরের ছবিতে লাইক এবং কমেন্ট ও বজায় রেখেছেন, সমানতালে। তাই বিবাহবিচ্ছেদের এই জল্পনা যে নেহাত জল্পনাই, তা বুঝিয়ে দিতে মরিয়া তারকা জুটি। 


 ২০১৮ সালের ডিসেম্বর মাসে  হিন্দু ও ক্যাথলিক রীতি মেনে বিয়ের পর্ব সেরেছিলেন দুজনে। রাজস্থানের উমেদ ভবনে বসেছিল জুটির রাজকীয় বিয়ের আসর। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad