নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- প্রসবের সময়ই বেড থেকে সদ্যজাত পড়ে যাবার অভিযোগ উঠলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে (Burdwan Medical College & Hospital)।গুরুতর জখম শিশুটি ভর্তি আছে হাসপাতালের আইসিইউতে।চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠলো বর্ধমান হাসপাতালের প্রসূতি বিভাগের বিরুদ্ধে।
বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন প্রসূতি আমিনা সেখ ।প্রসূতি ও তার পরিবারের অভিযোগ ,গত ৬ নভেম্বর ভোর সাড়ে পাঁচটার সময় পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার অর্জুন পুকুরের বাসিন্দা আমিনা সেখ প্রসব বেদনা নিয়ে বর্ধমান হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন।
অভিযোগ প্রসব বেদনায় কাতর হয়ে তিনি চিৎকার করে কর্তব্যরত ডাক্তার ও নার্সদের বারে বারে ডাকলেও কারো সাড়া পাওয়া যায়নি।তখন চিকিৎসক ও নার্সরা মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন বলে অভিযোগ আমিনা সেখের।
ডাকাডাকি করে কেউ না আসায় প্রসব হয়ে বেড থেকে সদ্যোজাত মেঝেতে পরে যায়।এখন সদ্যজাত আইসিইউতে ভর্তি আছে। তার অভিযোগ কর্তব্যরত ডাক্তার ও নার্সদের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে।ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন প্রসূতি।
আরো পড়ুন:- রাস্তায় যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবিতে মৃতদেহ নিয়েই পথ অবরোধ এলাকার বাসিন্দাদের
এই বিষয়ে হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন হাসপাতালে এরকম কোনো অভিযোগ এখনো পর্যন্ত কেউ করেনি । অভিযোগ পেলে তদন্ত করবে হাসপাতাল কর্তৃপক্ষ।