নীলেশ দাস, আসানসোল:- সম্প্রতি রাজ্য সরকার সারা রাজ্যে সাত নভেম্বর থেকে এক বছরের জন্য গুটকা, তামাকজাত পান মশলা তৈরি, মজুত এবং বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকার বিভিন্ন ভাবে নির্দেশ প্রচার করলেও আসানসোল (Asansol) শহরের বিভিন্ন এলাকায় অবাধে নিষেধাজ্ঞা অমান্য করে গুটকা বিক্রি করতে দেখা যাচ্ছে।
সোমবার সকালে আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য অমিতাভ বাসুর নেতৃত্বে পৌরনিগমের কর্মীরা স্টেশন রোড চত্বরে বিভিন্ন দোকান থেকে গুটকা তামাকজাত পান মশলা বাজেয়াপ্ত করে।
খুচরা দোকানদারদের বক্তব্য সরকারি নির্দেশ সম্বন্ধে জানেন কিন্তু বাজারে পাইকারি দোকানদার বিক্রি করছে তারা বিক্রি বন্ধ করলে খুচরো দোকানদাররা বিক্রি বন্ধ করবে।
অন্যদিকে অমিতাভ বাসু জানান সরকারি নির্দেশ অনুসারে আসানসোল পৌরনিগমের বিভিন্ন এলাকায় তাম্বাকুর বিরুদ্ধে হানা দেওয়া হচ্ছে আগামীকাল আসানসোল পৌরনিগমে বৈঠক করে সার্কুলার জারি করা হবে এবং তারপরে কাউকে বিক্রি করতে দেখলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।