Type Here to Get Search Results !

রাস্তার ফুটপাথ দখল মুক্ত করতে ব্যবসায়ীদের কড়া নির্দেশ আসানসোল পৌরগমের


নীলেশ দাস ,আসানসোল:- দীর্ঘদিন ধরেই আসানসোলের (Asansol) থেকে বরাকর (Barakar) যাবার রাস্তার উপর অবৈধ ফুটপাত দখল করে চলছিল বাজার। আর সেই দখলকারীদের উদ্দেশ্যে এবার করা বার্তা দিলো আসানসোল পৌরনিগম (Asansol Municipality)। 

সোমবার আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে পৌর বোর্ডের সদস্য চন্দ্র শেখর কুন্ডুর নেতৃত্বে এদিন বরাকর এলাকার ব্যবসায়ীদের জানানো হয় যারা এইরকম অবৈধভাবে রাস্তা দখল করেছেন বা দোকানের আসবাব পত্র রাস্তার উপর রাখছেন তাদের আগামী সোমবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। 

আর এই সময়ের মধ্যে তারা যেন তাদের নিজেদের ব্যবসার সামগ্রী সরিয়ে নেন অন্যত্র। না হলে রবিবার মধ্যরাত্রে থেকে এই ফুটপাত দখল উচ্ছেদের কাজ শুরু করা হবে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে। 

কারণ এই রকম এক শ্রেণীর দোকানদারদের জন্য রাস্তায় পথচারীদের হাঁটাচলা করতে অসুবিধার হচ্ছে। একই সাথে বাজার এলাকায় যে সব ড্রেন গুলো আছে সেগুলো ঠিক মতো পরিষ্কার করার সম্ভব হচ্ছেনা এই দখলদারি জন্য। 

আরো পড়ুন:- গুটকা,তামাকজাত পান মশলার বিরুদ্ধে আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের পক্ষ থেকে আচমকা হানা দোকানে

তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে আসানসোল পৌর নিগম থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে মাইকিং করে প্রর্চার করাও হচ্ছে গোটা এলাকায়। অন্য দিকে আসানসোল পৌর নিগমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় মানুষ থেকে পথচারী সকলেই।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad