নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- পরপর পথ দুর্ঘটনার ফলে এলাকার বাসিন্দারা মারা যাচ্ছেন। গতকাল রাতেও মারা গেছেন এক আদিবাসী মহিলা। তাই আজ রাস্তায় যান বাহনের গতি নিয়ন্ত্রণের দাবিতে মৃতদেহ নিয়েই পথ অবরোধে এলাকার বাসিন্দারা।তাদের দাবি এলাকায় বেশ কয়েকটি হাম্প তৈরি করতে হবে।দাবি না মানলে আন্দোলন চলবে।
জানা গেছে, গত রাতে পথ দূর্ঘটনায় মৃত্যু হয় ওই মহিলার। মৃত মহিলার নাম মালতি মাড্ডি(৫০)। তাঁর বাড়ি দেওয়ানদীঘি থানার কামনাড়া এলাকায়। মৃতের পরিবার জানাচ্ছে, রবিবার রাতে তিনি বর্ধমান কাটোয়া রোড (Bardhaman Katwa Road) পারাপার করার সময় তাঁকে একটি গাড়ি ধাক্কা মেরে পালায়। আহত অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (Bardhaman Hospital) নিয়ে আসা হলে সেখানেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।এই নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে কামনাড়া এলাকায়।
এলাকার বাসিন্দা অভিষেক দাঁ জানান, রাস্তা সারাই হবার পর থেকে কামনাড়া থেকে খেতিয়া রেলগেট এই এলাকায় পরপর দুর্ঘটনা ঘটেই চলেছে। একের পর এক মানুষ রাস্তা পেরোতে গিয়ে গাড়ি চাপা পড়ছেন। তাদের দাবি, ওই এলাকায় পরপর হাম্প বসাতে হবে। গতিবেগ কমানোর বোর্ড দিতে হবে। এছাড়াও যানবাহনের গতির সীমা বেঁধে দিতে হবে।
আরো পড়ুন:- গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর থেকে এক সুপারি কিলার কে গ্রেফতার করল পুলিশ
আর এক বাসিন্দা ফুলবতী মুর্মু জানান, এই এলাকায় ব্লক, পঞ্চায়েত অফিস ও থানা সহ অন্যান্য অফিস আছে। তাই এলাকায় মানুষের যাতায়াতের জন্য রাস্তা পেরোতেই হয়। অবিলম্বে তাদের জীবনের নিরাপত্তা দেবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। পরে পুলিশের হস্তক্ষেপ অবরোধ ওঠে।