নীলেশ দাস ,কুমারধুবি:- ধানবাদ (Dhanbad) ইসিএলের (ECL) কুমারধুবি কোলিয়ারির (Colliery) খনিগর্ভে এখনও লুকিয়ে দুষ্কৃতীরা।মঙ্গলবার ওই দুষ্কৃতীদের তল্লাশি চালায় পুলিশ।
এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।জানা গিয়েছে গত রবিবার গভীর রাতে কুমারধুবি কোলিয়ারিতে কেবেল তার চুরি করতে ঢোকে 20 জন সশস্ত্র দুষ্কৃতী।
খবর পেয়ে ঘটনাস্থলে ইসিএলের নিরাপত্তারক্ষীরা গেলে দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে বোমা বাজি ও গুলি চালায়।এই ঘটনায় ইসিএলের এক নিরাপত্তারক্ষী জখম হয়েছে।
আরো পড়ুন:- রাতারাতি লোকাল ট্রেনের বর্ধিত ভাড়া কমে গেল,খুশী সাধারণ যাত্রীরা
এই ঘটনার পর দুষ্কৃতীরা কুমারধুবি কোলিয়ারির খনিগর্ভে লুকিয়ে যায়।এরপর ঘটনাস্থলে ঝাড়খণ্ডের বিশাল পুলিশ বাহিনী পৌচ্ছায়।খনিগর্ভে লুকিয়ে থাকা দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।