নিজস্ব প্রতিনিধি:- রাতারাতি লোকাল ট্রেনের (Local Train) বর্ধিত ভাড়া কমে গেল।মঙ্গলবার থেকে ঠিক আগের ভাড়া নেওয়া হচ্ছে লোকাল ট্রেনে।খুশী সাধারণ যাত্রীরা।রবিবার দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর কোভিড আবহের মধ্যেই রাজ্যে লোকাল ট্রেন চালু হয়। আর সোমবার লোকাল ট্রেনে উঠলেই ভাড়া গুণতে হয়েছে দ্বিগুণ থেকে তিনগুণ। সমস্যায় পড়েন সাধারণ যাত্রীরা।
হঠাৎ করে ভাড়া বাড়ায় চরম সমস্যায় পড়ে লোকাল ট্রেনের যাত্রীরা। ভাড়া বাড়ার ক্ষেত্রে এক অদ্ভুত বৈপরীত্য দেখা যায়। বর্ধমান হাওড়া মেইন ও কর্ড শাখায় লোকাল ট্রেনের ভাড়া অপরিবর্তিত ছিল। ভাড়া বাড়ানো হয় নি।কিন্তু বর্ধমান রামপুরহাট কিংবা বর্ধমান আসানসোল রেলপথে লোকাল ট্রেনের ভাড়া তিনগুণ বেড়ে যায়।
যেখানে বর্ধমান থেকে গুসকরা এতদিন লোকাল ট্রেনে ভাড়া ছিল দশ টাকা।কিন্তু সোমবার থেকে ভাড়া বেড়ে হয় এক লাফে ৩০ টাকা।ঠিক তেমনি বর্ধমান থেকে বোলপুর স্টেশন পর্যন্ত ভাড়া ছিল ১৫ টাকা।সোমবার থেকে তা হয় ৩৫ টাকা।
বর্ধমান হাওড়া মেইন ও কর্ড শাখায় ইএমইউ (Electric multiple unit) লোকাল ট্রেন চলায় সেখানে ভাড়া বাড়ানো নি।কিন্তু যে রেল শাখায় মেমু (Mainline Electric Multiple Unit) লোকাল ট্রেন চলে সেখানে লোকাল ট্রেনের ভাড়া দ্বিগুণ থেকে তিনগুণ বাড়ে। অন্যদিকে বর্ধমান কাটোয়া শাখায় যেহেতু ইএমইউ চলে তাই সেখানেও যাত্রী ভাড়া অপরিবর্তিত থাকে।তবে মঙ্গলবার থেকে ভাড়া কমায় খুশী সাধারণ যাত্রীরা।