মঙ্গলবার বিকেলে ইছাপুর পঞ্চায়েতের হেতেডোবা শিল্পতালুক সংলগ্ন জিরো পয়েন্ট এলাকা থেকে উদ্ধার হলো মধুসূদন ঘোষ নামে এক ব্যক্তির মৃতদেহ । মৃত ব্যক্তির বাড়ি লাউদোহা থানার আমদোহি গ্রামে । বর্তমানে ওই ব্যক্তি শিবপুর সংলগ্ন বিষ্টুপুর গ্রামের থাকতেন ।
আরো পড়ুন:- ৩৮বছরে পদার্পন করলো বুদবুদের জাগ্রতি ক্লাবের কালী পুজো, এবছরের থিম 'ভক্তিতে মুক্তি'
কাজ করতেন একটি কারখানায় ঠিকা শ্রমিক হিসাবে । স্থানীয়রা মৃতদেহটি দেখে পুলিশে খবর দেয় । ময়নাতদন্তের জন্য পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় । কি করে ওই ব্যক্তির মৃত্যু হল তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।